• শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

দোহাজারী পৌরসভা বাসস্ট্যান্ডে নেই ছাউনি, যাত্রী-দুর্ভোগ চরমে  

  মোঃ কামরুল ইসলাম মোস্তফা, চন্দনাইশ (চট্টগ্রাম)

০১ ফেব্রুয়ারি ২০২৪, ১৫:০৪
যাত্রী ছাউনি

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভা বাসস্ট্যান্ডে যাত্রী ছাউনি না থাকায় প্রতিদিন হাজার হাজার যাত্রীদের রোদ বৃষ্টিতে দুর্ভোগ পোহাতে হচ্ছে। বর্ষা মৌসুমে পানি ও কাদার মধ্য দিয়ে বাসে উঠা নামা করতে হয় যাত্রীদের। তাছাড়া পাবলিক টয়লেট না থাকায় মহিলা যাত্রীদের অসুবিধা ভোগ করতে হয়। চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক সংলগ্ন দোহাজারী পৌরসভার বাসস্ট্যান্ডটি একটি ব্যস্ততম বাসস্ট্যান্ড। প্রতিদিন এ সড়ক দিয়ে চট্টগ্রাম-কক্সবাজার ও বান্দরবান সহ বিভিন্ন রুটের দূরপাল্লার পরিবহন ও অভ্যন্তরীন যানবাহন চলাচল করে। এই বাসস্ট্যান্ড থেকে প্রতিনিয়ত শত শত যাত্রী চলাচল করায় সব সময় জনসমাগম থাকে।

দোহাজারী বাসস্ট্যান্ডে যাত্রী ছাউনি না থাকায় বাসের জন্য অপেক্ষমান যাত্রীদের প্রতিনিয়ত বিড়ম্বনার শিকার হতে হচ্ছে। দক্ষিণ চট্টগ্রামের বাণিজ্যিক উপ-শহর হিসেবে পরিচিত দোহাজারী পৌরসভার মত গুরুত্বপূর্ণ বাসস্ট্যান্ডে যাত্রী ছাউনি না থাকায় আক্ষেপ করে হাজারী টাওয়ার ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ ওয়াসিম বলেন, "যাত্রী ছাউনি না থাকায় বর্ষা মৌসুমে যাত্রীদের অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হয়। প্রচন্ড রোদ-বৃষ্টি ও ঝড়ে যাত্রীদের বিভিন্ন দোকানপাট ও মার্কেটগুলোর সামনে আশ্রয় নিয়ে ঘন্টার পর ঘন্টা যানবাহনের জন্য দাঁড়িয়ে থাকতে হয়।"

হাজারী শপিং সেন্টারে নবী ফুডসের সত্বাধিকারী আরাফাত হোসেন বলেন, "আমার দোকানটি বাসস্ট্যান্ডে সড়কের পাশে হওয়ায় প্রতিদিন আমি প্রত্যক্ষ করি যাত্রীদের দুর্ভোগ। বিভিন্ন গন্তব্যে যাওয়ার জন্য যাত্রীদের মহাসড়কের পাশে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয়। যত্রতত্র দাঁড়িয়ে থেকে গাড়ির জন্য অপেক্ষমান যাত্রীদের মধ্যে পুরুষদের বেলায় তেমন একটা সমস্যা না হলেও নারী যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয় বেশি। বিশেষতঃ পাবলিক টয়লেট না থাকায় নারী যাত্রীদের দুর্ভোগের অন্ত থাকে না। চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কম গুরুত্বপূর্ণ বিভিন্ন স্ট্যান্ডে যাত্রী ছাউনি থাকলেও দোহাজারী পৌরসভার মত গুরুত্বপূর্ণ বাসস্ট্যান্ডে যাত্রী ছাউনি না থাকা সত্যিই দুঃখজনক।"

এ ব্যাপারে দোহাজারী পৌরসভার মেয়র মো. লোকমান হাকিম বলেন, "দোহাজারী পৌরসভা বাসস্ট্যান্ডে যাত্রী ছাউনি নির্মাণ জরুরী হলেও সড়ক ও জনপথ বিভাগের সড়ক প্রশ্বস্ত করার কাজ চলমান থাকায় যাত্রী ছাউনি নির্মাণ করা সম্ভব হয়নি। এখন যেহেতু তাদের কাজ শেষ হয়েছে, সেহেতু সড়ক ও জনপথ বিভাগের সাথে আলোচনার মাধ্যমে স্থান নির্ধারণ করে দ্রুততম সময়ে যাত্রী ছাউনি নির্মাণের প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।"

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড