• রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১  |   ৩৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

হরিরামপুরে শান্তিপূর্ণভাবে চলছে ভোটগ্রহণ, ভোটার উপস্থিতি কম

  শুভংকর পোদ্দার, হরিরামপুর (মানিকগঞ্জ):

০৭ জানুয়ারি ২০২৪, ১৩:৫৪
ভোটগ্রহণ

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার ৬৫টি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শুরু হয়েছে। রোববার (৭ জানুয়ারি) সকাল ৮টা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ। চলবে বিকেল ৪টা পর্যন্ত।

তবে, অধিকাংশ কেন্দ্রে ভোটার উপস্থিতি তুলনামূলক কম দেখা গেছে। বেলা ১১টা পর্যন্ত ইব্রাহিমপুর ঈশ্বরচন্দ্র উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ২১২ জন ভোটার ভোট দিয়েছেন বলে জানিয়েছেন প্রিজাইডিং অফিসার আমিনুল ইসলাম। যা মোট ভোটের ১০ শতাংশ বলেও জানান তিনি।

সকাল সাড়ে ১০টা পর্যন্ত বোয়ালী উচ্চ বিদ্যালয়ে ১২ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন কেন্দ্রের প্রিজাইডিং অফিসার।

ধুলশুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার আব্দুস সালাম মোল্লা জানান, বেলা সোয়া ১১টা পর্যন্ত ২১০ জন ভোটার ভোট দিয়েছেন। এ কেন্দ্রে মোট ভোটার ১১৫০ জন।

এছাড়া, ১১টা পর্যন্ত লেছড়াগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়েছেন ১২৯ জন। অপরদিকে ১১টা ৪৫ মিনিট পর্যন্ত গঙ্গারামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ২১ শতাংশ ভোটার ভোট দিয়েছেন। এ কেন্দ্রের মোট ভোটার সংখ্যা ১১০৭ জন।

উল্লেখ্য, হরিরামপুর উপজেলার ভোট ভোটার ১ লাখ ৩৯ হাজার ৯০৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৭০ হাজার ২৯০ জন, নারী ভোটার ৬৯ হাজার ৬১৭ জন এবং তৃতীয় লিঙ্গের একজন ভোটার রয়েছেন।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড