• শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

সিরাজগঞ্জে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শুরু

  সোহেল রানা, সিরাজগঞ্জ

০৭ জানুয়ারি ২০২৪, ১০:৫৭
সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের ৬টি নির্বাচনী আসনের ৮৯২টি কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়েছে। কুয়াশার কারণে পুরুষ ভোটারের উপস্থিতি কম থাকলেও মহিলা ভোটারদের উপস্থিতি ধীরে ধীরে বাড়ছে।

রোববার (৭ জানুয়ারি) সকালে সিরাজগঞ্জ পৌর এলাকার হৈমবালা বালিকা উচ্চ বিদ্যালয়, জ্ঞানদায়িনী উচ্চ বিদ্যালয় ও বেলকুচি উপজেলার রাজাপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করে এ চিত্র দেখা যায়।

সাড়ে ৮ টায় সিরাজগঞ্জ পৌর এলাকার হৈমবালা বালিকা উচ্চ বিদ্যালয় সিরাজগঞ্জ-২ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জান্নাত আরা তালুকদার হেনরী ভোট প্রদান করেন। অন্যান্য প্রার্থীরা নিজ নিজ কেন্দ্রে দিয়েছেন।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তমাল হোসেন জানান, জেলার ৬টি আসনে ৩৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ১২ জন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ভোটের মাঠে রয়েছেন। পুলিশের মোবাইল টিম ৯২টি, সেনাবাহিনীর ২৩টি পেট্রল টিম, ১৫ প্লাটুন বিজিবি, র‌্যাবের ১২টি টহল টিম ছাড়াও পুলিশ ও আনসার সদস্যরা ভোটকেন্দ্রে দায়িত্ব পালন করছেন।

সিরাজগঞ্জ পুলিশ সুপার আরিফুর রহমান মণ্ডল বলেন, ভোটের আগে ও পরে জেলায় আড়াই হাজার পুলিশ সদস্য মাঠে রয়েছেন। ৬টি আসনে ৪৫০টি কেন্দ্র গুরুত্বপূর্ণ (ঝুঁকিপূর্ণ) হিসেবে চিহ্নিত হয়েছে। এসব কেন্দ্রে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ছাড়া চরাঞ্চলের কেন্দ্রগুলোতেও বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড