• মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

মহিলা দলের মিছিলে বাধা, ১ নারী পুলিশ আহত

  মাজেদুল ইসলাম হৃদয়, ঠাকুরগাঁও:

১০ ডিসেম্বর ২০২৩, ১৭:১৫
মহিলা দল

ঠাকুরগাঁওয়ে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে মানববন্ধন কর্মসুচি পালন করেছেন জেলা মহিলা দল। পুলিশি বাধা উপেক্ষা করে একটি মিছিল বের করেন তারা। এসময় মিছিলে একজন নারী পুলিশ সদস্য আহত হন।

রোববার (১০ ডিসেম্বর) বেলা ১১টায় ঠাকুরগাঁও জেলা বিএনপি কার্যালয় থেকে মহিলা দলের নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল শহরে বের হতে চাইলে পুলিশ বাধা দেয়। কেড়ে নেয়া হয় ব্যানার।

পরে জেলা মহিলা দলের সভানেত্রী ফোরাতুন নাহার প্যারিসের নেতৃত্বে একটি মিছিল বের হয়। মিছিলটি দলীয় কার্যালয় থেকে বের হয়ে আমাদের বাজার মার্কেট হয়ে পুনরায় দলীয় কার্যালয় এসে জড়ো হন। মিছিলের এক পর্যায়ে একজন নারী পুলিশ সদস্য রাস্তায় পড়ে যায়।

নিরাপত্তা জোরদারে দলীয় কার্যালয় ও আশপাশ এলাকায় অতিরিক্ত পুলিশ সদসদের মোতায়েন করা হয়।

পরে বিএনপি'র নেত্রীরা কার্যালয়ের সামনেই ঘন্টা ব্যাপী কর্মসুচি পালন করে সংক্ষিপ্ত সমাবেশ করেন।

জেলা মহিলা দলের সভানেত্রী ফোরাতুন নাহার প্যারিস বলেন, আমাদের শান্তিপূর্ণ মানববন্ধনে পুলিশ বাধা দিয়ে পণ্ড করে দিয়েছে।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড