• শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো যমুনাপাড়ের ইজতেমা

  সোহেল রানা, সিরাজগঞ্জ:

১০ ডিসেম্বর ২০২৩, ১৬:৫২
যমুনাপাড়ের আঞ্চলিক ইজতেমা

বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি কামনায় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো তিনদিনব্যাপী যমুনাপাড়ের আঞ্চলিক ইজতেমা। শীত ও ঘণ কুয়াশাকে উপেক্ষা করেও আখেরি মোনাজাতে হাজার হাজার মুসল্লীরা অংশগ্রহণ করেন।

রবিবার সকালে সিরাজগঞ্জ শহরের যমুনা নদীর তীরে রানীগ্রাম এলাকায় আয়োজিত আঞ্চলিক ইজতেমায় অর্ধ লক্ষাধিক মুসল্লী অংশ নেন।

এর আগে শুক্রবার (৮ ডিসেম্বর) ফজরের নামাজের পড় আম বয়ানের মধ্য দিয়ে তিনদিনব্যাপী ইজতেমা শুরু হয়। সিরাজগঞ্জ ও আশপাশের জেলা ঝাড়াও ভারত, পাকিস্তান, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া থেকে আসা তাবলিক জামাতের সদস্যরাও এতে অংশগ্রহণ করেছেন।

আয়োজকরা জানান, জেলার তাবলিগ জামাতের নিজাম উদ্দিন অনুসারীদের উদ্যোগে প্রায় ৩০ একর জায়গা জুড়ে ইজতেমা ময়দান করা হয়।

সিরাজগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল ) মোঃ রেজওয়ানুল ইসলাম বলেন, যথাযথ ভাবগাম্ভীর্য ও শান্তিপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে তিনদিনব্যাপী ইজতেমা সম্পন্ন হয়েছে। ইজতেমা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রতিবারের মতো এবারও পুলিশ কঠোর নিরাপত্তার দায়িত্বে ছিল। ইজতেমা মাঠে কন্ট্রোল রুম স্থাপন ও এলাকা সার্বক্ষনিক সিসি ক্যামেরার আওতায় রাখা হয়েছিল।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড