• রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে এক বাংলাদেশী নিহত

  তুহিন, ডাসার (মাদারীপুর)

০৯ ডিসেম্বর ২০২৩, ১৭:২৩
দক্ষিণ আফ্রিকা

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসী হামলায় মাদারীপুরের মোঃ সিরাজ বেপারী (৪৫) নামে এক বাংলাদেশী নিহত হয়েছেন।

দক্ষিণ আফ্রিকার সময় শুক্রবার বিকালে আনুমানিক ৫ টার দিকে দক্ষিণ আফ্রিকার ফালবাং আলমাসদিরিব সি নামক স্থানে এ ঘটনা ঘটে।

নিহত সিরাজ মাদারীপুরের ডাসার উপজেলার পশ্চিম কমলাপুর গ্রামের মৃত ছাদের বেপারীর ছেলে।

জানা গেছে সিরাজ বেপারী দক্ষিণ আফ্রিকার ফালবাং আলমাসদিরিব সি নামক স্থানে ডাক্তার দেখিয়ে নিজ বাসায় আসার পথে কিছু সন্ত্রাসী তার কাছে চাঁদা দাবি করে। চাঁদার টাকা দিতে অস্বীকার করলে ওই সময় দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে চারটি গুলি করে, তখন দুইটি গুলি তার দুটি পায়ে লাগে এবং দুটি বুকে লেগে ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন। পরবর্তীতে ওই জায়গায় অবস্থানরত রায়হান মাতুব্বর নামে এক বাংলাদেশী গিয়ে দেখেন সিরাজ বেপারীর লাশ পরে আছে। বর্তমানে নিহত ব্যক্তির লাশ সাউথ আফ্রিকার পূর্ব তলাংগা নামক হাসপাতালের হিমাগারে রয়েছে। সাউথ আফ্রিকায় রোববার সরকারি বন্ধ থাকায় পরবর্তীতে লাশ আনার ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করা হবে বলে তার নিকটতম আত্মীয়রা জানিয়েছেন। এ ব্যাপারে ডাসার উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএন'ও) কানিজ আফরোজ বলেন, নিহতের মরদেহ দেশে আনতে এখনও পরিবারের কেউ আমাদের সাথে যোগাযোগ করেনি। যোগাযোগ করলে তাদের সর্বোচ্চ সহযোগিতা করা হবে।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড