• বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১  |   ৩২ °সে
  • বেটা ভার্সন
sonargao

সাতক্ষীরার দেবহাটায় নানা আয়োজনে হানাদার মুক্ত দিবস পালন

  কে এম রেজাউল করিম দেবহাটা (সাতক্ষীরা) :

০৬ ডিসেম্বর ২০২৩, ১৫:৪৪
হানাদার মুক্ত দিবস

৬ ডিসেম্বর দেবহাটা উপজেলা পাকিস্তানি হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে। বুধবার সকাল ১০ টায় উপজেলা চত্বর হতে দিবসটি উপলক্ষে আনন্দ র‍্যালী বিভিন্ন প্রদক্ষিণ শেষে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে আলোচনা সভায় মিলিত হয়।

আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মোঃ আসাদুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুজিবর রহমান। বিশেষ অতিথি ছিলেন দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, মহিলা ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ।

বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলী মোর্তোজা মোঃ আনোয়ারুল হক, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আব্দুল মাবুদ গাজী, সাবেক আব্দুল ওহাব, নাজমুস শাহাদাত নফর বিশ্বাস, মুক্তিযোদ্ধা শাহজাহান মাস্টারের পুত্র সাংবাদিক ফারুক মাহাবুব রহমান, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের জেলা সভাপতি আবু রায়হান তিতু প্রমুখ।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সাংবাদিক কে এম রেজাউল করিম, উপজেলা সমাজসেবা অফিসার অধীর কুমার গাইন, দেবহাটা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাফিজুর রহমান, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক অর্থ সম্পর্ক সাবুর আলীসহ বিভিন্ন পর্যায়ের মুক্তিযোদ্ধা ও পরিবারের সদস্যরা।

সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন মুক্তিযোদ্ধা আবদুল হামিদ।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড