• শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

ভৈরবে মনোনয়ন পত্র দাখিল করলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন

  নাজির আহমেদ আল-আমিন, ভৈরব (কিশোরগঞ্জ)

২৯ নভেম্বর ২০২৩, ১৫:৫৭
নাজমুল হাসান পাপন

কিশোরগঞ্জের ভৈরবে আসন্ন একদাশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র দাখিল করেছেন কিশোরগঞ্জ-৬ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী প্রয়াত রাষ্ট্রপতি আলহাজ্ব জিল্লুর রহমানের পুত্র, বিসিবির সভাপতি ও বর্তমান সাংসদ আলহাজ্ব নাজমুল হাসাল পাপন।(২৯ নভেম্বর) বুধবার দুপুরে স্থানীয় নেতাকর্মীদের সাথে নিয়ে সহকারি রিটার্নিং কর্মকর্তা ও ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাদিকুর রহমান সবুজ এর হাতে মনোনয়নপত্র জমা দেন তিনি। এসময় উপজেলা নির্বাচন কর্মকর্তা প্রলয় কুমার সাহা উপস্থিত ছিলেন। তাছাড়াও বিকেলে কুলিয়ারচর উপজেলা নির্বাহি কর্মকর্তার হাতেও পাপনের মনোনয়নপত্র জমা দিয়েছেন।

এসময় ভৈরব উপজেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব সায়দুল্লাহ মিয়া, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু,সাবেক সাধারন সম্পাদক আবুল মনসুর, পৌর মেয়র ইফতেখার হোসেন বেনু, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি তালাওয়াত হোসেন বাবলা, যুগ্ম সম্পাদক খুলিলুর রহমান খুলিল, সাংগঠনিক সম্পাদক মো: শেফাত উল্লাহ, পৌর আওয়ামী লীগ সভাপতি এস এম বাক্বী বিল্লাহ, সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভ, সাবেক রাষ্ট্রপতির একান্ত সচিব মোল্লা শাখাওয়াত হোসেন, সহ-প্রচার সম্পাদক মোশারফ হোসেন মুছা।

এছাড়াও আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবদুল হেকিম রায়হান, সাধারণ সম্পাদক আফজাল হোসেন জামাল, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শামীম আহমেদ খোকন, সাধারণ সম্পাদক রাকিব রায়হান, যুবলীগ আহবায়ক অলিউল ইসলাম অলি, যুগ্ম আহবায়ক অরুন আল আজাদ, ইকবাল হোসেন, আরমান উল্লাহ সহ উপজেলা ও পৌর আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে বেলা ১১টায় নাজমুল হাসান পাপনের নিজস্ব বাসভবন আইভি ভবনের সামনে দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় নাজমুল হাসান পাপন এমপি আগামী ২০২৪ সালের ৭জানুয়ারি অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাধারণ ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশ গ্রহণের মাধ্যমে নৌকায় ভোট চান এবং দোয়া কামনা করেন।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, ভৈরব থেকে আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচনে বাংলাদেশ ইসলামি ঐক্য ফ্রন্ট থেকে হাজী রুবেল হোসেন, সুপ্রীম পার্টি মো.হেলাল উদ্দিন মনোনয়ন পত্র জমা দেয়। তাছাড়াও জাতীয় পার্টি থেকে নুরুল কাদের সোহেল ও সতন্ত্র প্রার্থী থেকে শাহাবুদ্দিন মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড