• রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

শ্রীপুরে রেল ব্রিজে দুর্বৃত্তের দেওয়া আগুনে পুড়লো ৫টি স্লিপার 

  আব্দুর রউফ রুবেল, গাজীপুর

১৩ নভেম্বর ২০২৩, ১৫:৪৮
স্লিপার 

গাজীপুরের শ্রীপুরে ঢাকা ময়মনসিংহ রেললাইনের গোলাঘাট এলাকার মাটিকাটা নদীর উপর নির্মিত রেল ব্রিজে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুনে ব্রিজের ৫টি স্লিপার পুড়ে যায়। পুড়ে যাওয়া স্লিপার দ্রুত সময়ের মধ্যে সরিয়ে নতুন স্লিপার লাগিছে সংশ্লিষ্ট রেলওয়ে কর্তৃপক্ষ।

সোমবার (১৩ নভেম্বর) ভোররাতে উপজেলার গোলাঘাট এলাকার মাটিকাটা রেল ব্রিজে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, গাজীপুরের শ্রীপুরের ঢাকা ময়মনসিংহ রেল লাইনের শ্রীপুর উপজেলার গোলাঘাট এলাকার মাটিকাটা নদীতে নির্মিত রেল ব্রিজে শেষ রাতের কোন এক সময় টায়ার জ্বালিয়ে আগুন দেয় দুর্বৃত্তরা। রেলওয়ে সংশ্লিষ্টরা রাতের পাহাড়ার সময় আগুনের বিষয়টি দেখতে পেয়ে স্থানীয় লোকদের সহযোগিতায় রেলওয়ে সংশ্লিষ্টরা আগুন নিভিয়ে ফেলে।

কাওরাইদ রেলওয়ের ষ্টেশন এলাকার ৭ নং গেইটের ভারপ্রাপ্ত মেইট মো. সোহেল মিয়া বলেন, আমাদের রেলওয়ের কয়েকজন কর্মচারী নিয়মিত রেললাইন পাহাড়া দিচ্ছে। ভোররাতে ব্রিজে আগুন দেখতে পেয়ে আশপাশের লোকজন নিয়ে আগুন নেভানো হয়েছে। আগুনে রেল ব্রিজের ৫টি স্লিপার পুড়ে গেছে। স্লিপার পুড়ে যাওয়ার ফলে ট্রেন চলাচলে ঝুঁকি থাকায় দ্রুত সময়ের মধ্যে পুড়ে যাওয়া স্লিপার খুলে নতুন স্লিপার লাগানো হয়েছে।

জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শহিদুল্লাহ জানান, রেল সেতুতে র্দূবৃত্তরা ভোররাতে আগুন দিয়েছিলো। স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলে। ট্রেন চলাচল স্বাভাবিক আছে। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম নাসিম জানান, রাতে দুর্বৃত্তরা রেল সেতুতে আগুন দিয়ে ছিলো। স্থানীয়রা আগুন নেভায়। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এবিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড