রাফিকুর রহমান লালু, রাজশাহী
রাজশাহীতে দেশি অস্ত্রহাতে নিয়ে ভিডিয়ো করে তা টিকটকে প্রচারের সঙ্গে জড়িত দুই জনকে আটক করেছেন পুলিশ। আটকরা হলেন, রাজশাহীর তালাইমারী বাদুরতলা এলাকার পিন্টুর ছেলে পিচ্চি আসাদ (২১) এবং কেদুরমোড় এলাকার মামুনের ছেলে সালাউদ্দিন সোহাগ (১৯)।
গত মঙ্গলবার (৭ নভেম্বর) রাত ১০টার দিকে বোয়ালিয়া থানা পুলিশ তাদের তালাইমারী এলাকা থেকে আটক করেন। এসময় তাদের কাছ থেকে বিভিন্ন দেশি অস্ত্র উদ্ধার করা হয়।
এ বিষয়ে বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দি হোসেন বলেন, দেশি অস্ত্র হাতে নিয়ে ভিডিয়ো ধারণ করে ঐ দুই আসামি টিকটকে আপলোড করেন। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে পুলিশের নজরে আসে। এর পরই তাদের আটক করা হয়।
আটক দুই জন কিশোর গ্যাংয়ের সদস্য। আটকদের বিরুদ্ধে নিজ এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118243, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড