আব্দুল মালেক, স্টাফ রিপোর্টার, গাজীপুর
গাজীপুরের সদর উপজেলার বাঘের বাজার এলাকায় কোয়ালিটি ফিড মিলের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
রোববার দুপুরে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. আবদুল্লাহ আল আরেফিন বলেন, বেলা ১টার দিকে গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার এলাকায় কোয়ালিটি ফিড মিলের গুদামে আগুন লাগে। আগুন মূহুর্তের মধ্যে গুদামের সর্বত্র ছড়িয়ে পড়ে। স্থানীয় লোকজন ও কারখানার শ্রমিকরা আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হয়। খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌছে আগুন নেভানোর কাজে অংশ নেয়। পরে ফায়ার সার্ভিস কর্মীরা প্রায় দেড়ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
তিনি জানান, আগুনে হতাহতের কোন ঘটনা ঘটেনি। আগুন লাগার সঠিক কারণ জানা যায়নি।
নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118243, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড