• রোববার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

টঙ্গীতে বসত বাড়িতে হামলা ভাংচুর লুট

  এসএম মনির উদ্দিন, টঙ্গী (গাজীপুর) :

৩১ অক্টোবর ২০২৩, ১৮:৫৬
গাজীপুরে

গাজীপুরের শিল্পনগরী টঙ্গীতে বিদ্যুতের খুঁটি নিয়ে বিরোধের জের ধরে বসত বাড়িতে হামলা, ভাংচুর ও স্বর্ণালংকার লুট করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় সোমবার রাতে ৩জনকে অভিযুক্ত করে থানায় লিখিত অভিযোগ করেন ভুক্তভোগি। এর আগে একইদিন বিকেলে স্থানীয় শালিকচুড়া এলাকায় এ ঘটনা ঘটে।

অভিযুক্তরা হলেন ৫০ নং ওয়ার্ড কাউন্সিল পদপ্রার্থী ও যুবলীগ নেতা আজিজ ওরফে আব্দুল আজিজ (৪২), তার দুই ছেলে জয় (২২) ও সায়েম (১৮)। তারা সকলে শালিকচুড়া এলাকার বাসিন্দা।

অভিযোগ সুত্রে জানা যায়, আর্থিক লেনদেনের সুত্র ধরে দীর্ঘদিন যাবৎ অভিযুক্ত আজিজের সাথে হোসনা বেগমের বিরোধ চলছে। এর জের ধরে অভিযুক্তরা বিভিন্ন সময় ভুক্তভোগিদের শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছে। স¤প্রতি বাড়ির বিদ্যুৎসংযোগ নিয়ে নতুন করে বিরোধ সৃষ্টি হলে অভিযুক্তরা সোমবার দুপুরে জোরপূর্বক হোসনার বাসায় ঢুকে দরজা ও আসবাবপত্র ভাংচুর করে বাসায় আলমারিতে থাকা ৪ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। পরে তাদের ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে প্রাণনাশের হুমকি দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে তারা।

অভিযুক্ত আজিজ বলেন, বিদ্যুতের পিলার বাবদ তাদের কাছে কিছু টাকা পাওনা আছি। আমার ছেলে সেই টাকা চাইতে তাদের বাসায় গিয়েছিল। ভাংচুর বা স্বর্ণালংকার লুট করার বিষয়টি সম্পূর্ন মিথ্যা। ঘটনার সময় আমি এলাকায় ছিলাম না।

টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ মুস্তাফিজুর রহমান বলেন, এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড