• রোববার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

ভৈরবে রেল মন্ত্রণালয়ের রেলপথ বিভাগের তদন্ত কমিটির ঘটনাস্থল পরিদর্শন

  নাজির আহমেদ আল-আমিন, ভৈরব (কিশোরগঞ্জ)

২৬ অক্টোবর ২০২৩, ১৬:১৯
ট্রেন দুর্ঘটনা

কিশোরগঞ্জের ভৈরবে ট্রেন দুর্ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেছে রেল মন্ত্রণালয়ের রেলপথ বিভাগের তদন্তদল। আজ বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন ৭ সদস্যের পরিদর্শন কমিটির সদস্যরা।

তদন্ত কমিটির আহ্বায়ক রেলপথ মন্ত্রণালয়ের যুগ্মসচিব (অডিট ও আইসিটি) হাসান মাহমুদ বলেন, দূর্ঘটনার পর মন্ত্রণালয় থেকে তদন্ত কমিটি করা হয়েছে। তদন্ত কমিটির অংশ হিসেবে আজ আমরা দূর্ঘটনাস্থলে পরিদর্শনে আসি। আমরা যাবতীয় তথ্য উপাত্ত সংগ্রহ করছি। তথ্য সংগ্রহ করার পর এর সাথে যারা জড়িত আমরা তাদের বক্তব্য গ্রহণ করব। প্রত্যেকটা বিষয়ে আমরা পর্যালোচনা করছি। পর্যালোচনা করেই আমরা প্রতিবেদন প্রস্তুত করব। যথাসময়েই তদন্তের প্রতিবেদন জমা দেওয়া হবে বলে তিনি জানান।

এ সময় আরও উপস্থিত ছিলেন, সদস্য সচিব উপসচিব (প্রশাসন-৬) মো. তৌফিক ইমাম, সদস্য হিসেবে ছিলেন, বাংলাদেশ রেলওয়ের যুগ্ম মহাপরিচালক (অপারেশন) এ এম সালাহ উদ্দীন, যুগ্ম মহাপরিচালক (মেকানিক্যাল) তাবাসসুম বিনতে ইসলাম, রেলপথ মন্ত্রণালয়ের উপসচিব (ভূমি) মোহাম্মদ হানিফ, বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত সিসটিই (টেলিকম) সাহাদুজ্জামান এবং বাংলাদেশ রেলওয়ে হাসপাতালের ডিভিশনাল মেডিকেল অফিসার ডা. রিপন চন্দ দাস।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড