• রোববার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১  |   ৩২ °সে
  • বেটা ভার্সন
sonargao

সিরাজগঞ্জে এসিড মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন

  সোহেল রানা, সিরাজগঞ্জ:

১৭ অক্টোবর ২০২৩, ১৬:৫৪
এসিড নিক্ষেপ

সিরাজগঞ্জে স্ত্রীকে এসিড নিক্ষেপের দায়ে সাইফুল ইসলাম (৩৫) নামে এ ব্যক্তিকে আমৃত্যু কারাদন্ড দিয়েছেন আদালত। একই সাথে তাকে এক লাখ টাকা অর্থদন্ডও দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৭ অক্টোবর) দুপুরে সিরাজগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২য় আদালতের বিচারক মো. আবুল বাশার মিঞা এ আদেশ দেন। দন্ডপ্রাপ্ত সাইফুল ইসলাম বেলকুচি উপজেলার দক্ষিণ বানিয়াগাঁতী গ্রামের মৃত আব্দুল শেখের ছেলে।

ওই আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর এ্যাড. জেবুন্নেছা এ তথ্য নিশ্চিত করেছেন। রায় ঘোষণার সময় আসামী কাঠগড়ায় উপস্থিত ছিলেন।

মামলার বিবরণে জানা যায়, ২০১৬ সালের ১৬ নভেম্বর রাতে দেড়টার দিকে পূর্ব পরিকল্পিতভাবে স্ত্রী সালমাকে ঘুমন্ত অবস্থায় মুখমন্ডলে এসিড নিক্ষেপ করে পালিয়ে যায়। এতে সালমার মুখ ঝলসে যায়। তার চিৎকারে পরিবারের লোকজন উঠে তাকে দ্রুত বেলকুচি হাসপাতালে নিয়ে যায়। পরে ঢাকায় উন্নত চিকিৎসা করানোর জন্য নেওয়া হয়। এ ঘটনায় ভিকটিম সালমার বাবা ছলেমন ফকির বাদী হয়ে বেলকুচি থানায় মামলা সাইফুল ইসলামকে একমাত্র আসামী করে মামলা দায়ের করেন। এরপর পুলিশ আসামী সাইফুলকে গ্রেপ্তার করে। মামলার দীর্ঘ শুনানী শেষে বিচারক আজ এই রায় ঘোষণা করেন।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড