শিব্বির আহমেদ রানা, বাঁশাখালী (চট্টগ্রাম)
চট্টগ্রামের বাঁশখালীতে পুকুরে ভেসে যাওয়া একটি ডেকসি (একধরনের রান্না করার পাত্র) নিতে গিয়ে গত শনিবার বেলা আড়াইটার দিকে মো. ছমদুল হক (৬৩) নামে এক বৃদ্ধা পুকুরে ডুবে নিখোঁজ হয়ে যায়। ওইদিন স্থানীয়রা ও বাঁশখালী ফায়ার সার্ভিস টিম উদ্ধার কার্যক্রম চালিয়েও বৃদ্ধাকে খুঁজে পাওয়া যায়নি।
আজ রোববার (৮ অক্টোবর) সকালে চট্টগ্রামস্থ ডুবুরি দল ও বাঁশখালী ফায়ার সার্ভিস টিম যৌথ উদ্ধার কার্যক্রম চালিয়ে দীর্ঘ চৌদ্ধ ঘন্টা পর বৃদ্ধার মৃতদেহ উদ্ধার করে। বিষয়টি নিশ্চিত করেন বাঁশখালী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশনের টিম লিডার নুরুল বাশার।
ঘটনাটি ঘটেছে উপজেলার গন্ডামারা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড এলাকার মুজিব কিল্লার পাশে হাজীর পাড়া সাইক্লোন সেন্টার সংলগ্ন পুকুরে।
এ ঘটনায় উদ্ধার হওয়া বৃদ্ধা ছমদুল হক ওই এলাকার সিকদার বাড়ীর মরহুম করত আলীর পুত্র।
স্থানীয় ও ফায়ার সার্ভিস টিম সূত্রে জানা যায়, গত শনিবার আড়াইটার সময় সংলগ্ন পুকুরে বৃদ্ধার স্ত্রী ডেকসি ধুয়ার কাজ করতে যায়। এখানে একটি ডেকসি ছুটে গিয়ে পুকুরের মাঝপথে চলে যেতে দেখে তা উদ্ধার করতে সাতাঁরিয়ে যায় বৃদ্ধ ছমদুল হক। পরে সে নিজেই পুকুরে ডুবে যায়। স্থানীয়রা তাকে উদ্ধারের চেষ্টা করলেও সারাদিন গড়িয়েও তাকে পাওয়া যায়নি।
বাঁশখালী ফায়ার সার্ভিস টিম লিডার নুরুল বাশার বলেন, সকালে আমরা ফায়ার সার্ভিস টিমসহ চট্টগ্রামস্থ ডুবুরি দল যৌথ উদ্ধার অভিযান পরিচালনা করে সকাল আটটায় বৃদ্ধাকে উদ্ধার করতে সক্ষম হই। বৃদ্ধার মৃতদেহ তাদের পরিবারকে বুঝিয়ে দিয়েছি আমরা।
নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118243, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড