• রোববার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১  |   ৩২ °সে
  • বেটা ভার্সন
sonargao

ভারী বর্ষণে বাড়ছে যমুনার পানি

  সোহেল রানা, সিরাজগঞ্জ

০৭ অক্টোবর ২০২৩, ০০:০৬
যমুনা

গত কয়েকদিন যাবত যমুনা নদীর পানি সিরাজগঞ্জ পয়েন্টে দ্রুত গতিতে বাড়ছে। পাহাড়ী ঢল ও ভারী বর্ষনের কারনে গত ২৪ ঘন্টায় সিরাজগঞ্জ পয়েন্টে ৩২ ও কাজিপুর পয়েন্টে ৩৪ সেন্টিমিটার বেড়েছে। এতে তৃতীয় দফায় যমুনার চরাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

পানি উন্নয়ন বোর্ড জানিয়েছেন শুক্রবার সকালে সিরাজগঞ্জ হার্ড পয়েন্টে যমুনা নদীর পানির সমতল রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ২৪ মিটার। ২৪ ঘণ্টায় ৩২ সেন্টিমিটার বেড়ে বিপদসীমার ১ দশমিক ৬৬ মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে (বিপদসীমা- ১২ দশমিক ৯০ মিটার)। অপরদিকে কাজিপুরের মেঘাই পয়েন্টে সকালে পানির সমতল রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৮২ মিটার। ২৪ ঘণ্টায় ৩৪ সেন্টিমিটার বেড়ে বিপদসীমার ১ দশমিক ৯৮ মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে (বিপদসীমা- ১৪ দশমিক ৮০ মিটার)। এদিকে পানি বাড়ায় চরাঞ্চলের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। শীতকালীন সবজি চাষ ব্যাহত হচ্ছে। ভারী বৃষ্টির কারণে আভ্যন্তরীন নদী-খালবিল ভরপুর হয়ে গেছে।

সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী নাজমুল হোসাইন জানান, কয়েকদিন ধরে প্রচুর বৃষ্টিপাত হচ্ছে। এ কারনে দ্রুত যমুনা নদীর পানি বাড়ছে। আরও দুদিন পানি বাড়বে।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড