• শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১  |   ৪০ °সে
  • বেটা ভার্সন
sonargao

বিজিবির অভিযানে মিয়ানমার থেকে চোরাই পথে আসা ৪০‌টি গরু আটক

  মোহাম্মদ আবদুর রহিম, স্টাফ রিপোর্টার,বান্দরবান

২৪ সেপ্টেম্বর ২০২৩, ১৩:৩১
বিজিবি

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে বি‌জি‌বির অভিযানে মিয়ানমার থে‌কে চোরাই প‌থে আসা ৪০‌টি বার্মিজ গরু আটক করা হ‌য়ে‌ছে।

শ‌নিবার (২৩ সেপ্টেম্বর) সকালে নাইক্ষ্যংছড়ি ১১বি‌জি‌বির বি‌শেষ অভিযা‌নে এই গরুগু‌লি আট‌কের বিষয়‌টি প্রেস বিজ্ঞপ্তির মাধ‌্যমে নি‌শ্চিত করা হ‌য়ে‌ছে। গরুগুলোর আনুমানিক মূল্য ৪৪ লাখ টাকা।

প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, নাইক্ষ্যংছড়ির (১১বিজিবি) ব্যাটালিয়নের ক্যাপ্টেন রাফি-উস হাসানের নেতুত্বে এক‌টি বিশেষ টিম সীমান্তে অবৈধ চোরাচালানের বিরুদ্ধে অভিযান পরিচালনা ক‌রে। এসময় মিয়ানমার থেকে অবৈধভাবে সীমান্ত পথে আসা ৪০টি বার্মিজ গরু আটক করতে সক্ষম হয়। সীমান্তে চোরাচালান দমনে নাইক্ষ্যংছড়ির (১১ বিজিবি) ব্যাটালিয়নের পক্ষ থেকে কঠোর নজরদারি ও গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করা হয়েছে। এছাড়াও সীমান্ত সুরক্ষা, চোরাচালান প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশসহ বিজিবির পক্ষ থেকে কঠোরভাবে দমন করা হচ্ছে বলেও প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি (১১ বিজিবি) ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাহল আহমদ নোবেল জানান, সীমান্ত এলাকা দিয়ে অবৈধ পথে আসা বার্মিজ গরু, মাদকদ্রব্য, অস্ত্রসহ অন্যান্য যেকোন ধরনের অবৈধ পণ্য সামগ্রী পাচার এবং সন্ত্রাসী কার্যক্রম রোধে বিজিবির এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। যে ব্যক্তি এ ধরণের চোরাচালানের সঙ্গে জড়িত থাকবে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড