• রোববার, ০৩ ডিসেম্বর ২০২৩, ১৮ অগ্রহায়ণ ১৪৩০  |   ২১ °সে
  • বেটা ভার্সন
sonargao

অনুন্নত যোগাযোগ ব্যবস্থা, পর্যটক হারাচ্ছে বাঁশখালী বাহারছড়া সমুদ্র সৈকত

  শিব্বির আহমদ রানা, বাঁশখালী (চট্টগ্রাম):

১২ সেপ্টেম্বর ২০২৩, ১৫:৩৯
বাহারছড়া সমুদ্র সৈকত

পর্যটন সম্ভাবনাময় জনপদ বাঁশখালীর 'বাহারছড়া সমুদ্র সৈকত' চট্টগ্রামের দ্বিতীয় বৃহত্তম সমুদ্র সৈকত। শুক্রবার ছুটির দিনসহ প্রতিদিন স্থানীয় লোকজন ও দেশের বিভিন্ন অঞ্চলের পর্যটকের আনাগোনা হয় এখানে। কিন্তু বাহারছড়া সমুদ্র সৈকত সংযোগ কালীপুর ছপির দোকান থেকে বশির উল্লাহ্ মিয়াজি বাজার থেকে সমুদ্র সৈকত পর্যন্ত দীর্ঘ ৯ কিলোমিটারের সড়কটির অবস্থা বেহাল। বড় বড় গর্ত ও খানাখন্দে সড়কের নাজুক অবস্থার সৃষ্টি হয়েছে। একটু বৃষ্টি হলেই জলেকাদায় নাকাল হয়। এমনিতে সরু সড়ক, তার ওপর খানাখন্দের ফলে যাত্রী সাধারণ ও যানবাহন চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। নিয়মিত সড়ক দুর্ঘটনার কবলে পতিত হচ্ছে যাত্রী সাধারণকে।

সরেজমিনে দেখা যায়, সমুদ্র সৈকত সংযোগ বশির উল্লাহ মিয়াজী বাজার বেইলি সেতুর বেহাল দশা। সেতুর বেশ কয়েকটি পাটাতনে মরিচা ধরে ভেঙ্গে পড়ায় সেতু সংযোগ সড়কের সাধারণ যাত্রীদের চলাচল খুবই ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। যদি অতিদ্রুত সেতুর সংস্কার করা না হয়, তাহলে সংযোগ সড়ক দিয়ে ওই এলাকার প্রায় ১৩ গ্রামের কয়েক হাজার মানুষের সাথে উপজেলার প্রধান সড়কের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। সাধারণ যাত্রীসহ যানবাহন চলাচলের অযোগ্য হয়ে পড়া সেতুর উপরে রাতের আঁধারে চলাচলের সময় ছোট-বড় দুর্ঘটনা ঘটেই চলেছে নিত্যদিন।

ওই সড়ক দিয়ে নিয়মিত যাতায়তকারী সিএনজি চালক আব্দুল করিম বলেন, 'বাহারছড়া সমুদ্র সৈকতে নিয়মিত পর্যটকরা যাতায়ত করে এ সড়ক দিয়ে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে, সড়কটি যেমন সরু তার ওপর বড় বড় গর্তের সৃষ্টির ফলে সাধারণ যাত্রী, বয়স্ক ও ডেলিভারী রোগীদের নিয়ে যাতায়ত করা খুবই দূরহ হয়ে পড়ে। আজ থেকে প্রায় দীর্ঘ ৭ থেকে ৮ বছর ধরে সংস্কার বিহীন সড়কটির সংস্কারে নেই কারো সু-নজর। সড়কের বেহাল অবস্থা ও সড়ক সংযোগ বশির উল্লাহ মিয়াজি বাজার বেইলী সেতুর বেশকয়েকটি পাটাতন সরে গিয়ে মারাত্মক ঝুকিপূর্ণ অবস্থার সৃষ্টি হয়েছে। এটির সংস্কার খুবই জরুরী। অন্যতায় সমুদ্র সৈকত পর্যটক হারাতে বসবে।'

বাহারছড়া বশির উল্লাহ্ মিয়াজি বাজার পশ্চিমকূল বণিক সমিতির সিনিয়র সহ-সভাপতি ডা. শাহরিয়ার আব্দুল্লাহ পারভেজ বলেন, আজ থেকে দীর্ঘ ৭ বছর আগে বশির উল্লাহ মিয়াজি বাজার সড়ক সংস্কারের জন্য স্থানীয় ইউপি চেয়ারম্যান অধ্যাপক তাজুল ইসলামকে ব্যক্তিগতভাবে দরখাস্ত দিয়েছি। গত ইউপি নির্বাচনের আগে বাজারের পুর্বাংশের একচেইন পর্যন্ত অংশের সংস্কার করেছে। বর্তমানে সড়কের যে বেহাল দশা, একইসাথে সেতুর পাটাতন ভেঙ্গে যাওয়ায় ঝূঁকির মধ্যে পারাপার করছে সাধারণযাত্রী ও যানবাহন। প্রতিনিয়ত মারাত্মক দূর্ঘটনার কবলে পড়ছে লোকজন। পশ্চিমে উপকূলীয় বাহারছড়া সমুদ্র সৈকতে প্রতিদিন শতশত দর্শনার্থী এ সেতুর উপর দিয়ে যাতায়ত করে। দ্রুতই সড়ক ও সেতুর সংস্কার করা না হলে দূর্ভোগ পোহাতে হবে হাজার হাজার লোকজনকে।'

এ বিষয়ে বাহারছড়া ইউপির চেয়ারম্যান অধ্যাপক তাজুল ইসলামকে ফোন দিয়ে জানতে চাইলে তিনি জানান, বশির উল্লাহ মিয়াজি বাজার সড়ক সংস্কারের টেন্ডার সম্পন্ন হয়েছে। চলতি মাসের শেষে সড়কের কাজ শুরু হবে। তাছাড়া বেইলী সেতুর সংস্কারের জন্য উপজেলা প্রকৌশলীকে অবগত করেছি। তিনি স্টিমিট করে পাঠিয়েছেন বলে জানিয়েছেন।'

এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী কাজী ফাহাদ বিন মাহমুদের সাথে যোগাযোগ করা হলে তিনি প্রতিবেদককে বলেন, ' বশির উল্লাহ মিয়াজি বাজার সড়কের টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। আগামী একমাসের মধ্যে সড়কের কাজ শুরু হবে। বেইলী সেতুর বিষয়ে স্থানীয় চেয়ারম্যান আজকেই আমাকে অবগত করেছে। সেতুর স্টিমিট প্রস্তুত করে উর্ধ্বতন কতৃপক্ষ বরাবর পাঠিয়েছি। জনদূর্ভোগ লাঘবে দ্রুত সেতুর সংস্কারের কাজ সম্পন্ন করা হবে বলে জানান তিনি।'

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড