• শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১  |   ৩৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

বনবিভাগের গাছ চুরির সময় হাতেনাতে ধরা পড়ল ওরা

  সাইফুল ইসলাম, ধামইরহাট (নওগাঁ)

১০ সেপ্টেম্বর ২০২৩, ১০:৫০
বনবিভাগের গাছ চুরির সময় হাতেনাতে ধরা পড়ল ওরা

নওগাঁর ধামইরহাটে বনবিভাগের গাছ চুরির সময় বনবিভাগ ও বিজিবির যৌথ অভিযানে গাছসহ তিনজনকে আটক করা হয়েছে।

বনবিভাগ সূত্রে জানা গেছে, ৮ সেপ্টেম্বর ভোর সকাল সাড়ে ৫টার সময় আলতাদিঘী গ্রামের ফজলুল হকের ছেলে মিলন হোসেন (৩২) মৃত জামাল হোসেনের ছেলে ফিরোজ হোসেন (২৮) ও মো. সিদ্দিকের ছেলে শাহিন আলম (৩০) উপজেলার ধামইরহাট ইউনিয়নের অধীন আলতাদিঘী জাতীয় উদ্যান এলাকার আকাশমণি গাছ কেটে ব্যাটারি চালিত চার্জার ভ্যান যোগে চুরি করে নেওয়ার গোপন সংবাদ পেয়ে বনবিট কর্মকর্তা আনিছুর রহমান ও বিজিবির সদস্যদের সহযোগিতায় গাছসহ চোরা কারবারিদের আটক করে।

এ বিষয়ে বনবিট কর্মকর্তা বাদী হয়ে ধামইরহাট থানায় মামলা দায়ের করেছেন।

ধামইরহাট থানার ওসি মো. বাহাউদ্দিন ফারুকী বিপিএম পিপিএম বলেন, গ্রেফতার কৃতদের ১৯২৭ সালের বন আইনের (২০০০ সালের সংশোধিত) ৪১ ধারার বিধান লঙ্ঘন হওয়ায় ৪২ ধারায় মামলা রুজু হয়েছে এবং আসামিদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড