• রোববার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

সেচ্ছাসেবক লীগ নেতা কর্তৃক কাউন্সিলর কার্যালয় ভাংচুরের অভিযোগ

  মো. আকাশ, সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)

০৯ সেপ্টেম্বর ২০২৩, ১৩:০২
নাসিক

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) ২ নং ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ে হামলা চালিয়ে ভাংচুর করার অভিযোগ উঠেছে সিদ্ধিরগঞ্জ থানা সেচ্ছাসেবক লীগের সভাপতি পদপ্রার্থী শফিকুল ইসলামের বিরুদ্ধে।

আজ শুক্রবার সন্ধ্যায় (নাসিক) ২ নং ওয়ার্ডস্থ মাদরাসা রোড সংলগ্ন কাউন্সিলর কার্যালয়ে এ হামলা ও ভাংচুর চালানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা যায়, প্রায় অর্ধশতাধিক লোকজন এসে হামলা চালান সেখানে। হামলাকারীদের মুখে বলতে শোনা যাচ্ছিল বিএনপির কোনো অস্তিত্ব এখানে থাকবে না।

কাউন্সিলর কার্যালয়ের সচিব মহিউদ্দিন জানান, সন্ধ্যায় হঠাৎ সেচ্ছাসেবক লীগের শফিকুল ইসলাম ও তার ছেলে সীমান্তসহ ৩৫-৪০ জন কিশোর গ্যাং পোলাপান এসে তাদের অফিসে হামলা চালান। অফিসের কর্তব্যরত সহকারী সচিব তুহিনকে তুলে নিয়ে যান এবং অফিস পিয়নকে বেদর মারধর করে অফিসের মালামাল ভাংচুর করা হয়। ছাত্রলীগ সেচ্ছাসেবক লীগ ও এলাকার কিশোর গ্যাংয়ের সদস্যরা ছিলেন বলেও জানান তিনি।

এ বিষয়ে কাউন্সিলর ইকবাল হোসেন মুঠোফোনে জানান, প্রতি হিংসামূলকভাবে আমার কার্যালয়ে হামলা চালিয়েছে সেচ্ছাসেবক লীগের শফিকুল ইসলাম ও তার ছেলের সন্ত্রাসী বাহিনীর সদস্যরা। আমি বিএনপি করার দায়ে বারবার হামলা চালানো হচ্ছে। আজ আমার অফিসের লোকজনকে মারধর করে ব্যাপক ভাংচুর করা হয়। এর আগেও দু'বার আমার বাসায় পেট্রোল বোমা ও ফাকা গুলি ছোড়া হয়েছিল। আজকের ঘটনার জন্য আমি সিদ্ধিরগঞ্জ থানার ওসি সাহেবকে একাধিকবার ফোন করেছি, কিন্তু তিনি রিসিভ করেনি। এক কথায় আমি পুলিশি কোনো সাহায্য পাচ্ছি না।

হামলার অভিযোগের সত্যতা জানতে সেচ্ছাসেবক লীগ নেতা শফিকুল ইসলামের মুঠোফোন একাধিক কল দেওয়া হলে তিনি রিসিভ করেনি।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, আমাদের কাছে কোনো অভিযোগ আসেনি। তবে ঘটনার কথা জানতে পরেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হচ্ছে।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড