• শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

মাঝ রাতে ঝাড়ুর গোডাউনে আগুনে পুড়ল কাঁচামাল

  নেহাল আহম্মেদ প্রান্ত, আদমদীঘি (বগুড়া)

০৮ সেপ্টেম্বর ২০২৩, ১১:৪২
মাঝ রাতে ঝাড়ুর গোডাউনে আগুনে পুড়ল কাঁচামাল

বগুড়ার আদমদীঘিতে একটি নারিকেলের ঝাড়ু তৈরির গোডাউনে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুনে গোডাউনে থাকা প্রায় ৫ লক্ষ টাকার কাঁচামাল পুড়ে গেছে। ভুক্তভোগী বলছেন- শত্রুতামূলক আর পুলিশ ও ফারার সার্ভিস বলছে শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের এই ঘটনা ঘটেছে।

গত বুধবার গভীর রাতে উপজেলার নসরৎপুর ইউপির বিনাহালি গ্রামের হিন্দুপাড়া এলাকায় বিশ্বজিৎ প্রামাণিকের গোডাউনে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

গোডাউনের ক্ষতিগ্রস্ত মালিক বিশ্বজিৎ বলেন, বুধবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে আমার তালাবদ্ধ গোডাউনে আগুন লাগার ঘটনা ঘটে। স্থানীয়রা মিলে আগুন নেভানোর চেষ্টা করে বার্থ হয়ে আদমদীঘির ফায়ার সার্ভিসকে খবর দেয়।

তিনি আরও বলেন, ফায়ার সার্ভিসের ১টি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। এই ঘটনায় আমার প্রায় ৫ লক্ষ টাকার ঝাড়ু তৈরির কাঁচামাল পুড়ে গেছে। শত্রুতার জের ধরে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটাতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এ বিষয়ে আদমদীঘি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন মাস্টার রুহুল আমিন বলেন, আমারা খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগার ঘটনা ঘটতে পারে।

আদমদীঘি থানার ওসি রেজাউল করিম রেজা বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী শর্টসার্কিট থেকে আগুন লাগতে পারে। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড