• রোববার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

দৃষ্টিনন্দন নৌকা বাইচ দেখতে নদীপাড়ে মানুষের ঢল

  সোহেল রানা, সিরাজগঞ্জ

০৫ সেপ্টেম্বর ২০২৩, ১০:৩৯
দৃষ্টিনন্দন নৌকা বাইচ দেখতে নদীপাড়ে মানুষের ঢল
দৃষ্টিনন্দন নৌকা বাইচ (ছবি : অধিকার)

গ্রাম বাংলার ঐতিহাসিক নৌকা বাইচ প্রতিযোগিতায় সাধারণ মানুষের ঢল নামে। তিন দিন ব্যাপী আয়োজনের শেষ দিন গত রবিবার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সিরাজগঞ্জের সলঙ্গায় দৃষ্টিনন্দন এই নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আয়োজিত নৌকা বাইচ প্রতিযোগিতায় দুপরের পর থেকেই নদীর দু’পাড়ে নারী পুরুষ ও শিশুসহ হাজার হাজার দর্শক উপস্থিত হয়ে প্রতিযোগিতা উপভোগ করেন।

শেখ কামাল ক্রীড়া ও সাংস্কৃতিক পরিষদের আয়োজনে সলাঙ্গা থানার ঘুড়কায় ফুলজোর নদী পাড়ে এ ঐতিহাসিক নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এতে বিভিন্ন এলাকার ১২টি নৌকা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে টাঙ্গাইলের ভুয়াপুর উপজেলার মানিক তরী ও একই জেলার গাবসারার একতা এক্সপ্রেস খেলার ফাইনাল রাউন্ডে খেলে মানিক তরী নৌকা ১ম স্থান অধিকার করে।

শেষে অতিথিরা বিজয়ী ১ম স্থান অধিকারী দলের হাতে একটি মোটরসাইকেল ও ২য় স্থান অধিকারী দলের হাতে ফ্রিজ ও তৃতীয় স্থান অধিকারী সাগর তরীর হাতে একটি এলইডি টিভি উপহার হিসেবে তুলে দেন।

নৌকা বাইচ প্রতিযোগিতায় এক সভায় শেখ কামাল ক্রীড়া ও সাংস্কৃতিক পরিষদেও সভাপতি গোলাম হোসেন শোভনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রোকনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে ভিডিয়ো কলে বক্তব্য রাখেন- সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. আব্দুল আজিজ।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সলাঙ্গা থানা আওয়ামী লীগের সভাপতি রায়হান গফুর, সাধারণ সম্পাদক আতাউর রহমান লাভু, জেলা পরিষদের সদস্য গোলাম হোসেন সুমন প্রমুখ।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড