• রোববার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

অর্থ আত্মসাৎ মামলায় বরখাস্ত অধ্যক্ষ কারাগারে

  সোহেল রানা, সিরাজগঞ্জ

৩১ আগস্ট ২০২৩, ০৯:৫৯
অর্থ আত্মসাৎ মামলায় বরখাস্ত অধ্যক্ষ কারাগারে

সিরাজগঞ্জের এনায়েতপুরের বেতিল বহুমুখী উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের অর্থ আত্মসাৎ মামলায় অবশেষে কারাগারে যেতে হল বরখাস্ত হওয়া আলোচিত অধ্যক্ষ আখতারুজ্জামান বাবুকে।

গত বুধবার দুপুরে সিরাজগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন আখতারুজ্জামান বাবু। শুনানি শেষে এনায়েতপুর থানা আমলী আদালতের বিজ্ঞ বিচারক শাহরিয়ার শহীদ বাপ্পি জামিন আবেদন না-মঞ্জুর করে আসামিকে জেল হাজতে প্রেরণের নির্দেশ প্রদান করেন।

মামলার বাদী ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাফিজুর রহমান জোয়ার্দ্দার জানান, চৌহালী উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান বেতিল বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজের বরখাস্ত হওয়া অধ্যক্ষ আখতারুজ্জামান করোনাকালীন শিক্ষার্থীদের পরীক্ষার ফি ও টিউশনি ফিসহ বিভিন্ন খাতের টাকা প্রতারণামূলকভাবে আত্মসাৎ করে।

এ বিষয়ে গভর্নিং বডির অডিট কমিটি তদন্তে টাকা আত্মসাতের প্রাথমিক সত্যতা পায়। পরে ২০২১ সালের ২ জুন আক্তারুজ্জামান বাবুকে সাময়িক ভাবে বরখাস্ত করা হয়।

মামলার আইনজীবী নিখিল কুমার ঘোষ জানান, ২০২১ সালের ১৭ অক্টোবর বেতিল বহুমুখী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ পরিচালনা কমিটি একটি রেজুলেশনের মাধ্যমে বরখাস্ত হওয়া অধ্যক্ষ আখরুজ্জামানের বিরুদ্ধে অত্র প্রতিষ্ঠানের পক্ষে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাফিজুর রহমান জোয়াদ্দারকে বাদী করে এনায়েতপুর থানা আমলী আদালতে দণ্ডবিধির ৪০৮/৪২০ ধারায় ক্রিমিনাল মামলা করেন। পরে মামলাটি বিজ্ঞ আদালত সরাসরি আমলে নিয়ে পিবিআইকে তদন্তের নির্দেশ দেন।

পিবিআই উক্ত মামলাটি প্রায় এক বছর নিবিড়ভাবে তদন্ত করে বরখাস্ত হওয়া অধ্যক্ষ আখরুজ্জামানের বিরুদ্ধে টাকা আত্মসাৎ এর অভিযোগের সত্যতা পায়।

আইনজীবী নিখিলেশ আরও জানান, বহিষ্কৃত হওয়া অধ্যক্ষ আখতারুজ্জামানের বিরুদ্ধে প্রতিবেদনে প্রায় সাত লক্ষ টাকার অভিযোগ আমলে নিয়ে পরবর্তীতে সি আর: ৪১/২৩ মামলায় বিজ্ঞ এনায়েতপুর থানা আমলী আদালত ৪০৮/৪২০ ধারা আমলে নিয়ে ৩০ আগস্ট হাজির হবার জন্য সমন জারি করে। বুধবার আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে বিজ্ঞ আদালত তা নামঞ্জুর করে আসামিকে জেল হাজতে প্রেরণ করেন।

এ দিকে বরখাস্ত হওয়া অধ্যক্ষ আখতারুজ্জামান বাবুর বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগে বিজ্ঞ আদালত কারাগারে প্রেরণের খবর মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়েছে। এ নিয়ে সর্বত্রই চলছে বেশ আলোচনা।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড