• শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

নকল ব্যান্ডরোলসহ চার লক্ষ বিড়ি উদ্ধার

  আতিয়ার রহমান, দৌলতপুর (কুষ্টিয়া)

৩০ আগস্ট ২০২৩, ০৯:৫১
নকল ব্যান্ডরোলসহ চার লক্ষ বিড়ি উদ্ধার

কুষ্টিয়ার দৌলতপুরে নকল ব্যান্ডরোলসহ ৪ লক্ষ নকল বিড়ি উদ্ধার হয়েছে। গত সোমবার দুপুর দুপুর ২টা ৩০ মিনিট থেকে বিকাল ৪টা পর্যন্ত উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের কল্যানপুরের শাহাপুর গ্রামে রবি ও হেদায়েতের বাড়িতে অভিযান চালিয়ে নকল ব্যান্ডরোল সহ বিপুল পরিমাণ নকল বিড়ি উদ্ধার করা হয়।

কুষ্টিয়া কাস্টমস সার্কেল-২ ভেড়ামারার কাস্টমস সুপার একেএম খালেকুজ্জামান তার সহযোগীদের নিয়ে এ অভিযান পরিচালনা করেন।

কাস্টমস সূত্র জানায়, নকল ব্যান্ডরোল ও বিড়ি তৈরি হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ভেড়ামারার কাস্টমস সুপার একেএম খালেকুজ্জামানের নেতৃত্বে অভিজানিক দল উপজেলার কল্যানপুরের শাহাপুর গ্রামের রবি ও হেদায়েতের বাড়িতে অভিযান চালায়।

অভিযানের খবর পেয়ে নকল ব্যান্ডরোল ও বিড়ি প্রস্তুতকারীরা পালিয়ে গেলে তাদের বাড়ি থেকে নকল আকিজ বিড়িসহ বিড়ির তৈরির উপকরণ ও বিপুল পরিমাণ নকল ব্যান্ডরোল উদ্ধার করা হয়। পরে তা কাস্টমস অফিসে নিয়ে যাওয়া হয়। উদ্ধার করার নকল বিড়ি ও ব্যান্ডরোলের পরিমাণ ৪ লক্ষ বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। এছাড়াও উদ্ধার হয়েছে উদ্ধার বিপুল পরিমাণ বিড়ির ঠোস, লেবেল পেপার, ফিল্টার পেপার ও সিগারেট পেপারসহ বিড়ি তৈরির সরঞ্জামাদি।

এ ঘটনায় নকল বিড়ি বন্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন অভিযানে নেতৃত্বদানকারী কাস্টমস কর্মকর্তা।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড