• শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

দৌলতপুর সীমান্তে সাপের কামড়ে বাংলাদেশীর মৃত্যু

  আতিয়ার রহমান, দৌলতপুর (কুষ্টিয়া):

২৪ আগস্ট ২০২৩, ১৫:৩২
বাংলাদেশী নাগরিকের মৃত্যু

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তের ওপার ভারত ভূ-খন্ডে সাপের কামড়ে বুলবুল বিশ্বাস ওরফে বুলা বিশ্বাস (৪৫) নামে এক বাংলাদেশী নাগরিকের মৃত্যু হয়েছে।

গতকাল বৃহস্পতিবার ভোররাত সাড়ে ৪টার দিকে উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের মোহাম্মদপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশকালে ভারতের কাচারীপাড়া সীমান্তে তাকে বিষাক্ত সাপে কামড় দেয়। এ সময় সে মাটিতে লুটিয়ে পড়েন এবং মারা যান। পরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ভারত সীমান্ত থেকে বুলা বিশ্বাসের মরদেহ উদ্ধার করে জলঙ্গী থানা পুলিশে সোপর্দ করেছে।

নিহতের পরিবার ও বিজিবি সূত্র জানায়, দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের সীমান্ত সংলগ্ন চাইডোবা মোহাম্মদপুর গ্রামের উজির বিশ্বাসের ছেলে বুলবুল বিশ্বাস ওরফে বুলা বিশ্বাসের পারিবারিক কলহের সৃষ্টি হয়। এরই জেরধরে পরিবারের সদস্যদের ওপর রাগ করে গতকাল বৃহস্পতিবার ভোররাতে বুলা বিশ্বাস ১৫৪/১০-এস সীমান্ত পিলার সংলগ্ন মোহাম্মদপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে। ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার জলঙ্গী থানার কাচারীপাড়া সীমান্তে তাকে বিষাক্ত সাপে কামড় দেয়। এসময় সে মাটিতে লুটিয়ে পড়ে মারা যায়। পরে ১৪১ বিএসএফ কমান্ডেন্ট অধিনস্থ কাচারীপাড়া বিএসএফ ক্যাম্পের টহল দল নিহত বুলা বিশ্বাসের মরদেহ উদ্ধার করে জলঙ্গী থানা পুলিশে সোপর্দ করে।

সাপের কামড়ে ভারত সীমান্তে বুলবুল বিশ্বাস ওরফে বুলা বিশ্বাস নামে এক বাংলাদেশী নাগরিকের মৃত্যুর বিষয়টি মৌখিকভাবে বিএসএফ’র পক্ষ থেকে বিজিবিকে জানানো হয়েছে বলে স্থানীয় গণমাধ্যমকর্মীদের অবগত করেছেন ৪৭ বিজিবি ব্যাটালিয়ন অধীনস্থ মহিষকুন্ডি বিজিবি কোম্পানী কমান্ডার সুবেদার আব্দুর রহমান। তবে বাংলাদেশী নাগরিকের মরদেহ ফেরতের বিষয়ে আনুষ্ঠানিক পত্র প্রেরণ করা হয়নি বলেও তিনি উল্লেখ করেন।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড