• বুধবার, ০৬ ডিসেম্বর ২০২৩, ২১ অগ্রহায়ণ ১৪৩০  |   ২২ °সে
  • বেটা ভার্সন
sonargao

পরীক্ষার হলে ঢুকতেই কলম-পানির বোতল পেল শিক্ষার্থীরা

  হুমায়ুন কবির সূর্য, কুড়িগ্রাম

১৭ আগস্ট ২০২৩, ১৩:৪৩
পরীক্ষার হলে ঢুকতেই কলম-পানির বোতল পেল শিক্ষার্থীরা

কুড়িগ্রাম সরকারি কলেজে এইচএসসি পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীদের হাতে কলম ও বিশুদ্ধ পানির বোতল তুলে দিল জেলা ও কলেজ ছাত্রলীগের ছেলেরা।

আজ বৃহস্পতিবার সকালে কলেজ গেটে কলেজের অধ্যক্ষ মীর্জা নাসির উদ্দিনের উপস্থিতিতে এই বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন- জেলা ছাত্রলীগের সভাপতি রাজু আহমেদ, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, সহসভাপতি ফিরোজ শাহী, কলেজ ছাত্রলীগের সভাপতি রাব্বী ও সাধারণ সম্পাদক গাদ্দাফীসহ অন্যান্য নেতৃবৃন্দ।

জেলা ছাত্রলীগের সভাপতি রাজু আহমেদ জানান, মানবিক কাজের অংশ হিসেবে এক হাজার পরীক্ষার্থীকে কলম ও পানির বোতল তুলে দেয়া হয়েছে। যাতে পরীক্ষার পর ক্লান্তি দূর করতে তারা পানি পান করতে পারে।

এ ব্যাপারে কুড়িগ্রাম সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ মীর্জা নাসির উদ্দিন জানান, এটি একটি মহতী উদ্যোগ। আমি তাদেরকে সাধুবাদ জানাই।

আজ বৃহস্পতিবার বাংলা প্রথম পেপারের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এতে ৮২৪ জন পরীক্ষার্থীর মধ্যে ৮১৮ জন অংশ নিয়েছে। বাকি ছয়জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড