• শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

খালেদা জিয়ার জন্মবার্ষিকীর অনুষ্ঠানে নেতাকর্মীদের হট্টগোল

  এম. কামাল উদ্দিন, সিনিয়র স্টাফ রিপোর্টার (রাঙামাটি)

১৬ আগস্ট ২০২৩, ১৪:১৪
খালেদা জিয়ার জন্মবার্ষিকীর অনুষ্ঠানে নেতাকর্মীদের হট্টগোল

খালেদা জিয়ার ৭৮তম জন্মবার্ষিকী উপলক্ষে রাঙামাটিতে দোয়া ও মাহফিলে পকেট কমিটি নিয়ে হট্টগোল সংগঠিত হয়েছে।

এতে দলীয় নেতা কর্মীদের মধ্যে চরম উত্তেজনা দেখা দেয়। পরে জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুনসহ সিনিয়র নেতারা কেন্দ্রের দোহাই দিয়ে পরিবেশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসেন।

গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৭টা ৪০ মিনিটের সময় শহরের কাঁঠালতলীস্থ বিএনপির জেলা কার্যালয়ের মধ্যে এ ঘটনা ঘটেছে।

একাধিক সূত্রে জানা গেছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) রাঙামাটি পার্বত্য জেলা শাখার উদ্যোগে এবং সংগঠনটির জেলা সভাপতি দীপেন তালুকদার দীপুর সভাপতিত্বে বিএনপির দলীয় কার্যালয়ে দেশব্যাপী কেন্দ্র ঘোষিত বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৭৮তম জন্মবার্ষিকী উপলক্ষে তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয়।

উক্ত দোয়া ও মাহফিলে উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় বিএনপির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক দীপেন দেওয়ান, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের (সাবেক) উপমন্ত্রী মনি স্বপন দেওয়ান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল, জেলা যুব দলের সাংগঠনিক সম্পাদক মো. ইউসুফ চৌধুরী, পৌর বিএনপির সভাপতি এস. এম শফিউল আযম, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাহাঙ্গীর আলম তালুকদার, জেলা ছাত্র দলের সভাপতি ফারুক আহমেদ সাব্বিরসহ জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।

উল্লেখ্য, গত ১৪ আগস্ট (রাঙামাটি জেলা স্বেচ্ছাসেবক দলের তিন সদস্য বিশিষ্ট) কেন্দ্রীয় কমিটির সভাপতি ওসেক্রেটারি কর্তৃক স্বাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ পায়। তবে স্বেচ্ছাসেবক দলের সদ্য ঘোষিত কমিটিকে অবৈধ এবং পকেট কমিটি উল্লেখ করে পদবঞ্চিত নেতাকর্মীরা (আব্দুল মজিদ নান্টু জেলা ছাত্রদলের সহ-সভাপতি (জসিম উদ্দিন সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও সাবেক ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দীন) সমর্থকরা জেলা বিএনপির সভাপতি ও সেক্রেটারির উপর উত্তেজিত হয়ে হাতাহাতির মতো ঘটনা ঘটে।

সর্বশেষ পরিস্থিতি বেপরোয়া সৃষ্টি হলে জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক সংগঠিত বিষয়টি নিয়ে সকলকে সান্ত্বনা দিয়ে বলেন, আমরা উক্ত কমিটির বিপরীতে কেন্দ্রীয় কমিটি নিকট অনাস্থা প্রেস বিজ্ঞপ্তি পাঠাবো। এরপর স্বেচ্ছাসেবক দলের ক্ষুব্ধ নেতাকর্মীরা শান্ত হয় এবং এই রিপোর্ট লিখা পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড