• বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

শোক দিবসে রাঙামাটিতে গ্রামীণ ব্যাংকের বিভিন্ন কর্মসূচি

  এম. কামাল উদ্দিন, সিনিয়র স্টাফ রিপোর্টার (রাঙামাটি)

১৬ আগস্ট ২০২৩, ১৩:৫৯
শোক দিবসে রাঙামাটিতে গ্রামীণ ব্যাংকের বিভিন্ন কর্মসূচি

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে গতকাল ১৫ আগস্ট গ্রামীণ ব্যাংক বিভিন্ন কর্মসূচি পালন করেছে।

দিবসটি উপলক্ষে রাঙামাটির বঙ্গবন্ধু ম্যুরালে ফুল দিয়ে শহীদের প্রতি শ্রদ্ধা জানান, গ্রামীণ ব্যাংক জোনাল অফিসসহ জেলার সর্বস্তরের মানুষ।

এ দিকে দিবসটি উপলক্ষে গ্রামীণ ব্যাংক জোনাল অফিস রাঙামাটির পক্ষ থেকে পালন করা হয়েছে নানান কর্মসূচি।

মঙ্গলবার ভোরে সদর উপজেলা সংলগ্ন বঙ্গবন্ধু ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা জানান- গ্রামীণ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীরা। এর পরপর গ্রামীণ ব্যাংকের সারা দেশে তিন কোটি বৃক্ষ-রোপণ কর্মসূচির অংশ হিসেবে রাঙামাটি জেলার বিভিন্ন স্থানে ৩ লক্ষ ৭৮ হাজার বৃক্ষের চারা রোপণ কর্মসূচি পালন করা হবে।

গ্রামীণ ব্যাংকের সারা দিনের কর্মসূচির অংশ হিসেবে বিকালে জোনাল অফিসে দোয়া ও মাহফিলের আয়োজন করা হয়।

এ সময় কর্মসূচি বাস্তবায়নে উপস্থিত ছিলেন, গ্রামীণ ব্যাংকের জোনাল ম্যানেজার আ.ক.ম শামসুদ্দোহা, জোনাল অডিট অফিসার মো. মমিনুল হক, রাঙামাটি এরিয়ার এরিয়া ম্যানেজার মো. শফিউল্লাহ গাজীসহ জোনাল অফিসের কর্মকর্তা কর্মচারীবৃন্দ। তিন পার্বত্য জেলায় এ কর্মসূচি পালিত হবে।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড