• বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

ছাদ থেকে পড়ে মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু 

  মো. কবির হোসেন, কাপ্তাই (রাঙ্গামাটি)

১৪ আগস্ট ২০২৩, ১৫:৪২
ছাদ থেকে পড়ে মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু 

রাঙ্গামাটি কাপ্তাই আল-আমিন নুরিয়া দাখিল মাদরাসা ও শিশু সনদ এতিমখানার ছাদ থেকে পড়ে মো. সুলতান মাহামুদ (১২) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গতকাল রবিবার (১৩ আগস্ট) দিবাগত রাতে চট্টগ্রাম মেডিক্যাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

উক্ত শিক্ষার্থী মাদরাসার ৪র্থ শ্রেণির ছাত্র ছিল এবং মাদরাসার আবাসিকে থেকে লেখাপড়া করত।

মাদরাসা শিক্ষক ও শিক্ষার্থীরা জানান- এদিন বিকাল ৫টায় মাদরাসা ছাদে উঠে খেলা করার সময় হঠাৎ পা পিছলে নিচে পড়ে যায়। এতে করে তার মাথায় ও হাতে গুরুত্বরভাবে আঘাত লাগে। প্রথমে স্থানীয় নতুন বাজার ফার্মেসি ও পড়ে রাতে চট্টগ্রাম মেডিক্যাল হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় শিক্ষার্থী সেখানে মারা যায়।

নিহত শিক্ষার্থীর পিতা রফিক উদ্দিন।চট্টগ্রাম অক্সিজেন ব্যাপারী পাড়া, মুন্নি কমিশনারের বাড়ি, বায়েজীদ চট্টগ্রাম বসবাস করে।

কাপ্তাই আল-আমিন দাখিল মাদরাসা কমিটির সভাপতি কাজী শামসুল ইসলাম আজমীর জানান, নিহত শিক্ষার্থী বন্ধুদের নিয়ে মাদরাসা ভবনের ছাদে উঠে খেলা করার সময় হঠাৎ পা পিছলে নিচে পড়ে যায়।

৪নং ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আবদুল লতিফ জানান, অসাবধানতা বসত ছাদে উঠে খেলা করার সময় ছাদ হতে পড়ে দুর্ঘটনা শিকার হয়।

কাপ্তাই থানার অফিসার ইনচার্জ জসিম উদ্দিন (ওসি) জানান, ঘটনা সত্য এ ব্যাপারে মামলা হবে এবং তদন্ত হবে।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড