• বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

পার্বত্য জেলায় মাসিক আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত

  এম কামাল উদ্দিন, সিনিয়র স্টাফ রিপোর্টার (রাঙামাটি)

১৩ আগস্ট ২০২৩, ১৫:১৯
পার্বত্য জেলায় মাসিক আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত

রাঙামাটি পার্বত্য জেলার মাসিক আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার সকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন- মোহাম্মদ মোশারফ হোসেন খান। সভার শুরুতে গত সভার কার্যবিবরণী উপস্থিত সবাইকে পড়ে শুনান জেলা অতিরিক্ত ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাহমুদ। তিনি গোটা জেলার আইন-শৃঙ্খলাসহ বিভিন্ন বিষয়ের উপর আলোচনা করেন।

এতে আইন-শৃঙ্খলা কমিটির সদস্যরা উক্ত সভায় মতামত ব্যক্ত করেন।

এ সময় উপস্থিত ছিলেন- পুলিশ সুপার মীর আবু তৌহিদ বিপিএম বার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাহমুদ, ডেপুটি সিভিল সার্জন, জেলা পরিষদ সদস্য বিপুল ত্রিপুরা, উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা রেজাউল করিম চৌধুরী, রাঙামাটি সরকারি কলেজের অধ্যক্ষ, মেয়র আকবর হোসেন চৌধুরী, বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী সাইফুর রহমান, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী অদিত্য চাকমা, সরকারি বেসরকারি সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা, ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক দিদারুল আলম, প্রেসক্লাবের সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল, রাঙামাটি রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক এম কামাল উদ্দিন, আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, কলেজ স্কুলের প্রধানগণ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, ব্যবসায়ীগণ, বাস ও সিএনজি চালক সমিতির নেতৃবৃন্দসহ অনেকে।

উল্লেখ্য, সভায় পাহাড় ধস, নিম্ন অঞ্চলে বন্যা পরিস্থিতি, মাদকদ্রব্য, জুয়ার, হ্রদের মাছ শিকার, রাস্তা ঘাট, বাস ও সিএনজি চালকসহ বিভিন্ন দিক নিয়ে আলোচনাসহ সিদ্ধান্ত গৃহীত হয়।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড