• শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

সেপটিক ট্যাংক পরিষ্কারে নেমে পিতা-পুত্রসহ ঝরল তিন প্রাণ

  মো. নাজমুল সাঈদ সোহেল, চকরিয়া (কক্সবাজার)

১০ আগস্ট ২০২৩, ১৫:৪৫
সেপটিক ট্যাংক পরিষ্কারে নেমে পিতা-পুত্রসহ ঝরল তিন প্রাণ
উদ্ধারকৃত মরদেহ (ফাইল ছবি)

কক্সবাজারের চকরিয়ায় বানের পানিতে ভাসছে পুরো এলাকা। এ সময় বাড়ির সেপটিক (ময়লা) ট্যাংক পরিষ্কার করার সময় দম বন্ধ হয়ে এক সঙ্গে দুই সহোদর মারা যাওয়ার ঘটনা ঘটেছে।

উপজেলার ভেওলা-মানিকচর ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডের দক্ষিণ বহদ্দারকাটা এলাকায় ইউসুফ চেয়ারম্যানের বাড়িতে বুধবার রাতে এই ঘটনা ঘটে।

এ সময় দুই সহোদরের বাবাও গুরুতর অসুস্থ হন। তাকে মুমূর্ষু অবস্থায় চকরিয়া হাসপাতালে ভর্তি করার পর অবস্থা আশংকাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর সেখানে মৃত্যু বরণ করেন।

নিহতরা হলেন- আনোয়ার হোছাইন (৭০) তার দুই ছেলে শাহাদাত হোছাইন (৪৮) ও শহিদুল ইসলাম (২১)।

স্থানীয়রা জানান, ৯ আগস্ট রাত ১১টায় তাহাদের নিজ বাড়িতে সেপটিক টাংকির ময়লা পরিষ্কার করার জন্য কাজ করিতে গেলে সবাই গুরুতর অসুস্থ হন। এ সময় আশপাশের লোকজন তাদেরকে উদ্ধার করিয়া চিকিৎসার জন্য চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় শাহাদাত হোসেন ও শহিদুল ইসলাম মৃত্যুবরণ করেন এবং তাদের গিতা চমকে হাসপাতালে মৃত্যুবরণ করেছেন।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদ।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড