• বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

পাহাড়ি ঢলে ভেঙে গেল খাল পারাপারের একমাত্র বাঁশের সাঁকো

  মো. কবির হোসেন, কাপ্তাই (রাঙ্গামাটি)

১০ আগস্ট ২০২৩, ১৫:৩১
পাহাড়ি ঢলে ভেঙে গেল খাল পারাপারের একমাত্র বাঁশের সাঁকো
ভাঙা বাঁশের সাঁকো (ছবি : অধিকার)

রাঙামাটির কাপ্তাই উপজেলার ২নং রাইখালী খালের ওপর নির্মিত একমাত্র যাতায়াতের বাঁশের সাঁকোটি পাহাড়ি ঢলে নদী গর্ভে চলে গেছে। রাইখালী ইউনিয়ন ২নং ওয়ার্ডের অন্তর্গত নারানগিরি ১নং পাড়ার একশ পরিবারের একমাত্র যাতায়াতের শেষ ভরসা নারানগিরি খালের ওপর বাঁশের সাঁকোটি। টানা বর্ষণে শেষ ভরসা সাঁকোটি পাহাড়ি ঢলে ভেঙে গেছে।

ফলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকাবাসীর। কার্যত ঘরবন্দি হয়ে আছে এ পাড়ার একশটির মতো পরিবার।

এলাকাবাসী মোহাম্মদ রাশেদ, ইউসুফ সওদাগর, আজিজ মিয়া, আব্দুল মুনাফ জানান, বর্ষা মৌসুম আসলেই আমাদের দুঃখের শেষ থাকে না। প্রতি বর্ষাই এই বাঁশের সাকো ভেঙে গিয়ে নদী গর্বে বিলীন হয়ে যায়।

স্থানীয় বাসিন্দা মো. রাশেদ জানান, ২০১৯ সালে পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর এটি ব্রিজ নির্মাণের জন্য সুপারিশ করা হলেও রহস্যজনক ভাবে আজও তা নির্মাণ করা হয়নি।

ইউসুফ সওদাগর বলেন, আমরা বারবার আবেদন করার পরও এখানে কোনো দৃশ্যমান কিছুই দেখছিনা। মইদংপাড়া, পানছড়ি পাড়াসহ এলাকার কয়েশ স্কুল, কলেজ, মাদরাসা পড়ুয়া শিক্ষার্থীর লেখাপড়া বন্ধ রয়েছে।

২নং ওয়ার্ডের ইউপি সদস্য শৈবাল সরকার জানান, অচিরেই এই খালের উপর সেতু নির্মাণের কাজ শুরু হবে।

কাপ্তাই উপজেলা প্রকৌশলী মনিরুল ইসলাম চৌধুরী বলেন, আমরা ইতিমধ্যে এই খালের উপর সেতু নির্মাণের জন্য প্রস্তাব প্রেরণ করেছি। প্রস্তাব পাস হয়ে আসলে কাজ শুরু হবে।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড