• সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

পদ্মায় বাঁধ পরিদর্শনে নেমে উঠলেন না ডুবুরি দলের প্রকৌশলী

  শুভংকর পোদ্দার, হরিরামপুর (মানিকগঞ্জ)

০৯ আগস্ট ২০২৩, ১০:১৮
পদ্মায় বাঁধ পরিদর্শনে নেমে উঠলেন না ডুবুরি দলের প্রকৌশলী

মানিকগঞ্জের হরিরামপুরে পদ্মা নদীর তীর রক্ষা বাঁধ নির্মাণ কাজ পরিদর্শনে নদীতে নেমে আমান উল্লাহ (২৫) নামে ডুবুরি দলের এক প্রকৌশলী নিখোঁজ হয়েছেন।

গতকাল মঙ্গলবার (৮ আগস্ট) বেলা পৌনে ১২টার দিকে উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের ছোট বাহাদুরপুর এলাকায় পদ্মা নদীতে এ দুর্ঘটনা ঘটে।

নিখোঁজ আমান উল্লাহ খুলনার রূপসা উপজেলার দোয়াড়া এলাকার রজ্জব আলীর ছেলে। তিনি বাঁধ নির্মাণ কাজে নিয়োজিত ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স এমডি জামিল ইকবাল-এস কে ইমদাদুল হক আল মামুনের নিয়োজিত কনসালটেন্ট ফার্মের ডুবুরি দলের প্রকৌশলী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ফ্লাড অ্যান্ড রিভার ব্যাংক ইরোশন রিক্স ম্যানেজমেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম (প্রজেক্ট-২) এর আওতায় আন্ডারওয়াটার রিভার ব্যাংক প্রটেকশন উইথ জিও টেক্সটাইল ব্যাগ প্রকল্পের কাজ চলছে। প্রকল্পের আওতায় হরিরামপুর উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের উজান পাড়া থেকে রামকৃষ্ণপুর ইউনিয়নের আলগীরচর পর্যন্ত চার কিলোমিটার এলাকায় ১২ লাখ বালুভর্তি জিও ব্যাগ ফেলা হচ্ছে। ২২ কোটিরও বেশি টাকা কাজটি বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড।

মঙ্গলবার বেলা পৌনে ১২টার দিকে নদীতে ফেলা বালুভর্তি জিও ব্যাগ যথাযথভাবে ফেলা হয়েছে কি-না দেখার জন্য অক্সিজেন মাস্ক এবং ডুবুরির যাবতীয় সরঞ্জামসহ সহকর্মী ডুবুরি মীর সাজ্জাদ হোসেনের (৫১) সাথে পানিতে ডুব দেন আমান উল্লাহ। ডুব দেওয়ার প্রায় ১৫ মিনিট পরে আমান উল্লাহ ভেসে উঠে সাহায্যের জন্য হাত উঁচু করলে নদীর পাড়ে থাকা আরেক ডুবুরি জাহিদ পানিতে নামেন। জাহিদ তার কাছে যেতে যেতে আমান উল্লাহ পানিতে তলিয়ে যান। এরপর বিকাল পাঁচটা পর্যন্ত তাকে আর পাওয়া যায়নি। ঠিকাদারি প্রতিষ্ঠানের ডুবুরি এবং ফায়ার সার্ভিসের ডুবুরিদের দিয়ে খোঁজাখুঁজি চলছে।

হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার আদিত্য বলেন, ঠিকাদারি প্রতিষ্ঠানের ডুবুরি ও ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সাহায্যে আমান উল্লাহকে খোঁজাখুঁজি চলছে। এখনো তাকে পাওয়া যায়নি।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড