• বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

রাঙামাটির আশ্রয় কেন্দ্রগুলোতে ত্রাণ সহায়তা পাঠাল আ. লীগ

  এম. কামাল উদ্দিন, সিনিয়র স্টাফ রিপোর্টার (রাঙামাটি)

০৮ আগস্ট ২০২৩, ১৬:৩০
রাঙামাটির আশ্রয় কেন্দ্রগুলোতে ত্রাণ সহায়তা পাঠাল আ. লীগ

রাঙামাটিতে টানা বর্ষণে শহরের বিভিন্ন আশ্রয়কেন্দ্রে আশ্রিত মানুষের পাশে দাঁড়িয়েছেন খাদ্য মন্ত্রণালয়ের সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও রাঙামাটি সংসদ সদস্য দীপংকর তালুকদার এমপি।

আজ মঙ্গলবার রাঙামাটি শহরের ৭টি আশ্রয়কেন্দ্র এক হাজারেরও অধিক আশ্রিত লোকদেরকে দুপুরের খাবার বিতরণ করেন তিনি।

এ সময় রাঙামাটি জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাবিবুর রহমান হাবিব, সহ-সভাপতি রফিকুল মাওলা, রাঙামাটি জেলা পরিষদের প্রতিনিধি ও জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রেমলিয়ানা পাংখোয়া, রাঙামাটি পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী, রাঙামাটি পৌর আওয়ামী লীগের সভাপতি হাজী সোলাইমান বাদশাসহ আওয়ামী লীগের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

দীপঙ্কর তালুকদার এমপি বলেন, ২০১৭ সালে যে পাহাড়ধস হয়েছে সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে আমরা আগে থেকে লোকজনকে নিরাপদ আশ্রয় কেন্দ্রে সরিয়ে নিয়েছি রাঙামাটি জেলা প্রশাসন, জেলা পুলিশ, সেনাবাহিনী, ফায়ার সার্ভিস, আনসার ভিডিপি সদস্যরা দীর্ঘ ৫-৬ দিন কষ্ট করে কোনো ধরনের জানমালের ক্ষতি হতে দেয়নি। সে জন্য সবাইকে ধন্যবাদ জানাই।

দীপঙ্কর তালুকদার সমাজের বিত্তশালী ব্যক্তিদের আহ্বান জানিয়ে বলেন, রাঙামাটি জেলা আওয়ামী লীগ ত্রাণ সহায়তা নিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছে। আপনাদের সহযোগিতার হাত প্রসারিত করতে হবে। এই দুর্যোগ পূর্ণ মুহূর্তে মানুষের পাশে থাকাটাই হচ্ছে মানবতা।

তিনি আরও বলেন, রাঙামাটি জেলা প্রশাসনের মাধ্যমে ত্রাণ মন্ত্রণালয়ের আবেদন করা হয়েছে। যেভাবে হোক সাহসের সাথে দুর্যোগ মোকাবিলা করতে হবে।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড