• বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১  |   ৩৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের আশ্রয় কেন্দ্রে নিতে প্রশাসনের তোড়জোড় 

  মো. কবির হোসেন, কাপ্তাই (রাঙ্গামাটি)

০৪ আগস্ট ২০২৩, ১৫:৪৪
ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের আশ্রয় কেন্দ্রে নিতে প্রশাসনের তোড়জোড় 

রাঙামাটির কাপ্তাই ৪নং কাপ্তাই ইউনিয়নের ঢাকাইয়া কলোনির পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারী লোকজনকে নিরাপদে আশ্রয় কেন্দ্রে আসার জন্য প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হয়েছে।

আজ শুক্রবার (৪ আগস্ট) বেলা ১১টায় কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন এলাকা পরিদর্শন করে। এছাড়া ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের নিরাপদ কাপ্তাই উচ্চ বিদ্যালয় আশ্রয় কেন্দ্রে আসার জন্য মাইকিং করা হয়।

এমনকি বৃষ্টির কারণে পাহাড় ধ্বস থেকে সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়াতে সকলকে সচেতন থাকতে বলা হয়েছে।

এ সময় কাপ্তাই নতুন বাজার সংলগ্ন লগগেইট এলাকায় অতি বর্ষণে ধসে পড়া একটি বাড়ি পরিদর্শন করেন ইউএনও। পরিদর্শনকালে কাপ্তাই উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রুহুল আমিন, ৪নং কাপ্তাই ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ, ইউপি সদস্য মো. ইমান আলী, কাপ্তাই ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স ও রেড ক্রিসেন্টের সদস্যরা উপস্থিত ছিলেন।

এ দিকে কাপ্তাই উপজেলা তথ্য অফিসার দেলোয়ার হোসেন জানান, মাইকিংয়ের মাধ্যমে পাহাড় ধসের ঝুঁকি মোকাবিলায় প্রচারণা কার্যক্রম অব্যাহত রয়েছে।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড