• রোববার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১  |   ৩২ °সে
  • বেটা ভার্সন
sonargao

মেঘনায় অনিয়ম করা নৌযানগুলোয় নৌ পুলিশের হানা

  নাজির আহমেদ আল-আমিন, ভৈরব (কিশোরগঞ্জ)

০৩ আগস্ট ২০২৩, ১২:৪১
মেঘনায় অনিয়ম করা নৌযানগুলোয় নৌ পুলিশের হানা

কিশোরগঞ্জের ভৈরবের মেঘনা নদীতে নৌ পুলিশের অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে ৫টি নৌযানকে আটক করা হয়েছে। গতকাল বুধবার সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কিশোরগঞ্জ অঞ্চলের ভৈরব মেঘনা নদীর উপর দিয়ে চলাচলকারী বিভিন্ন ধরনের নৌযানে অভিযান চালায় নৌ পুলিশ কিশোরগঞ্জ অঞ্চলের অতিরিক্ত পুলিশ সুপার মো. তানভীর ভূঁইয়া।

গুরুত্বপূর্ণ ওই অভিযানে ভৈরব নৌ পুলিশ ইউনিটের ইনচার্জ মোহাম্মদ রফিকুল ইসলাম ও ইউনিটের অন্যান্য সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।

ভৈরব ও আশুগঞ্জ মেঘনা নদীর উপর দিয়ে চলাচলকারী বিভিন্ন ধরনের অনিবন্ধিত নৌযানে ফিটনেস বিহীন ও সার্ভে সনদসহ প্রয়োজনীয় কাগজপত্রসহ রোড পারমিট না থাকায় এবং অতিরিক্ত মালামাল বহন করার অপরাধে ৫টি নৌযানকে আটক করা হয়।

এ সময় নৌ আইন মানতে চালক ও সহযোগীদের সচেতন করা হয়। এ দিকে আটক হওয়া বাল্কহেড ও তার চালকদের বিরুদ্ধে মামলা দায়ের প্রস্তুতি নেওয়া হয়েছে।

এ বিষয়ে নৌ পুলিশ কিশোরগঞ্জ অঞ্চলের অতিরিক্ত পুলিশ সুপার মো. তানভীর ভূঞা বলেন, নৌ পুলিশের অতিরিক্ত আইজি ও কিশোরগঞ্জ পুলিশ সুপার স্যারের নির্দেশক্রমে আজ মেঘনা নদীতে অভিযান চালায় নৌ পুলিশ। এ অভিযানে বিভিন্ন অপরাধে ৫টি নৌযানকে আটক করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড