• রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১  |   ৩২ °সে
  • বেটা ভার্সন
sonargao

গাঁজা-ফেন্সিডিলের চালান পাচারকালে দুই কারবারিকে ধরল র‍্যাব

  নাজির আহমেদ আল-আমিন, ভৈরব (কিশোরগঞ্জ)

৩১ জুলাই ২০২৩, ১৬:৫৩
গাঁজা-ফেন্সিডিলের চালান পাচারকালে দুই কারবারিকে ধরল র‍্যাব

কিশোরগঞ্জের ভৈরবে গাঁজা ও ফেন্সিডিল পাচারকালে দুইজন মাদক কারবারিকে আটক করেছে র‍্যাব-১৪ ভৈরব ক্যাম্পের সদস্যরা।

আটককৃত মাদক কারবারিরা হলেন- কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার কল্পবাস এলাকার ইউসুফ আলীর ছেলে মো. আশিকুল ইসলাম (২৮) ও ভোলা জেলার দক্ষিণ আইচা উপজেলার দক্ষিণ চর আইচা এলাকার আবুল কাসেম হাওলাদারের ছেলে মো. ফিরুজ হাওলাদার (৩১)।

গতকাল রবিবার (৩০ জুলাই) রাত এগারটায় ঢাকা-সিলেট মহাসড়ক ভৈরবের নাটাল টোলপ্লাজা এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১০৩ কেজি গাঁজা ও ২৯৮ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

র‍্যাব ক্যাম্প সূত্রে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১৪, সিপিসি-২, ভৈরব ক্যাম্পের একটি অভিযানিক দল ৩০ জুলাই রবিবার রাত ১১টায় মিনিটে নাটাল টোল প্লাজার সামনে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে মো. আশিকুল ইসলাম ও মো. ফিরুজ হাওলাদারকে আটক করা হয়।

এ সময় আসামির দখলে থাকা একটি ট্রাক তল্লাশি করে ৫১টি বান্ডিল খাকি কস্টেপ দ্বারা মোড়ানো মোট ১০৩ (এক শত তিন) কেজি মাদকদ্রব্য গাঁজা, ও ২৯৮ (দুই শত আটা নব্বই) বোতল ফেন্সিডিল ও নগদ পাঁচ হাজার ২০০ টাকা উদ্ধার করে জব্দ করা হয়।

আসামিদের জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা উক্ত মাদকের চালানটি ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী থানা কসবা থেকে ঢাকার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। তারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাকি দিয়ে সীমান্ত এলাকা হতে বিভিন্ন অভিনব কায়দা অবলম্বন করে চোরা চালানের মাধ্যমে অবৈধ মাদকদ্রব্য গাঁজা ও ফেন্সিডিল দেশের অভ্যন্তরে বিভিন্ন স্থানে বিভিন্ন ব্যক্তির কাছে বিক্রয় করে মর্মে স্বীকার করে।

উদ্ধারকৃত মাদকদ্রব্য এবং গ্রেফতারকৃত আসামিদ্বয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ ও বিশেষ ক্ষমতা আইন-১৯৭৪ মোতাবেক আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড