• রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১  |   ৩৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

ডাকাত সন্দেহে গণপিটুনিতে যুবকের মৃত্যু

  শাহ আলম, গোয়াইনঘাট (সিলেট)

২৮ জুলাই ২০২৩, ১৭:০৬
ডাকাত সন্দেহে গণপিটুনিতে যুবকের মৃত্যু

সিলেটের গোয়াইনঘাটে ডাকাত সন্দেহে আন্তঃজেলা গরু চোর দলের একজন সদস্য সালেহ আহমদ (২৫) গণপিটুনিতে নিহত হয়েছেন।

সে উপজেলার হাইডর (আমবাড়ি) গ্রামের আলাউদ্দিনের ছেলে। তার বিরুদ্ধে গোয়াইনঘাট থানায় একটি চুরির মামলার ওয়ারেন্টসহ (মুলতবী) আরও ৬টি মামলা রয়েছে।

ঘটনাস্থল থেকে একটি ইঞ্জিন চালিত নৌকা ১১ বস্তা কাপড় ও দুইটি রাম দা উদ্ধার করা হয়।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে এম নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

থানা পুলিশ সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে গোয়াইনঘাট সদর ইউনিয়নের উনাই হাওরে ডাকাত এসেছে বলে জানতে পেরে হাওরের পার্শ্ববর্তী আলীর গ্রাম, দেওয়ার গ্রাম ও লাবু গ্রামের লোকজন ডাকাতদল সন্দেহে একটি ইঞ্জিন চালিত নৌকা ঘেরাও করে। পরে ওই ইঞ্জিন নৌকায় সালেহ আহমদকে পেয়ে গ্রামবাসী গণপিটুনি দেয়।

খবর পেয়ে গোয়াইনঘাট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সালেহ আহমদকে উদ্ধার করে গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

এ বিষয়ে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে এম নজরুল ইসলাম বলেন, সালেহ আহমদ কুখ্যাত গরু চোর দলের সক্রিয় সদস্য ছিল, তার বিরুদ্ধে থানায় একটি চুরির মামলার ওয়ারেন্ট (মুলতবী) ও আরও ৬টি মামলাসহ বিভিন্ন অভিযোগ রয়েছে।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড