• শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

নরসিংদীতে ক্রমেই ভয়াবহ হচ্ছে ডেঙ্গু পরিস্থিতি

  মনিরুজ্জামান, নরসিংদী

২৮ জুলাই ২০২৩, ১০:৩০
নরসিংদীতে ক্রমেই ভয়াবহ হচ্ছে ডেঙ্গু পরিস্থিতি

সারা দেশের সঙ্গে পাল্লা দিয়ে নরসিংদীতেও ডেঙ্গু জ্বরের প্রকোপ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ফলে নরসিংদীসহ সারাদেশে ক্রমেই ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করছে।

সংকটময় এমন পরিস্থিতিতে ডেঙ্গু প্রতিরোধে চিকিৎসা সেবার পাশাপাশি জনগণকে সচেতন করতে জন সম্পৃক্ততা বাড়ানো না গেলে করোনার মতো ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলে ধারণা করছেন এলাকার সচেতন মহল।

নরসিংদী সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, নরসিংদীতে গত ২৪ ঘণ্টায় প্রাইভেট হাসপাতালে দুইজন, সরকারি হাসপাতালে ২২ জনসহ মোট ২৪ জন নতুন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে।

তাছাড়া বিভিন্ন হাসপাতালে ৪৯ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। এদের মধ্যে ১০০ শয্যা জেলা হাসপাতালে ২৩ জন, জেলা সদর হাসপাতালে ১৭ জন, মনোহরদী স্বাস্থ্য কমপ্লেক্সে ৪ জন, পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চারজন ও শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজনসহ মোট ৪৯ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছে।

এছাড়া জানুয়ারি ২০২৩ থতে অদ্যাবধি পর্যন্ত ২৪৬ জন ডেঙ্গু রোগী সেবা গ্রহণ করেছে। এদের মধ্যে গত ১৭ জুলাই রাতে নরসিংদী জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পুষ্পা রানী নামে এক ডেঙ্গু রোগীর মৃত্যু হয়।

জ্বরে আক্রান্ত হয়ে নরসিংদীতে পুষ্প রানি সাহা (৭১) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। এছাড়াও আক্রান্ত হয়ে জেলা হাসপাতালে ভর্তি হয়েছেন সাতজন। সোমবার (১৭ জুলাই) রাতে নরসিংদী জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পুষ্পা রানীর মৃত্যু হয়।

সরেজমিনে ১০০ শয্যা বিশিষ্ট নরসিংদী জেলা হাসপাতালে গিয়ে রোগী ও সেখানে দায়িত্বরত চিকিৎসকের সাথে কথা বলে জানা যায় হাসপাতালের বেডের তুলনায় রোগীর সংখ্যা অনেক বেশি। তাছাড়া প্রতিদিন ডেঙ্গু শনাক্তের হার পাল্লা দিয়ে বেড়ে যাওয়ায় তাদের চিকিৎসা সেবা প্রদান করতে হাসপাতালের চিকিৎসক ও সেবিকাদের হিমশিম খেতে হচ্ছে।

নরসিংদী ১০০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এ এন এম মিজানুর রহমান বলেন, চলতি বছরের জুন মাসে আমাদের এখানে ডেঙ্গু রোগী ভর্তি সংখ্যা ছিল মাত্র সাতজন। জুলাই এর ১ তারিখ থেকে ২৭ তারিখ পর্যন্ত আমরা ৯৯ জনকে চিকিৎসা সেবা প্রদান করেছি।

এদের মধ্যে ৫৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৩ জন রোগী বর্তমানে ভর্তি রয়েছেন। কিছু সংখ্যক রোগীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়েছে। কিন্তু আশংকার বিষয় হলো যে, গত এক সপ্তাহে ৫০ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়ে এখানে ভর্তি হয়েছে যা আমাদের ভাবিয়ে তুলছে।

নরসিংদীসহ সারাদেশে দিন দিন ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। পূর্বে জ্বর, ঠাণ্ডা ও শরীর ব্যথার উপসর্গ নিয়ে ডেঙ্গু রোগী ভর্তি হতো কিন্তু এখন ডেঙ্গু রোগী শনাক্তের পাশাপাশি প্রতিনিয়ত এর নতুন নতুন উপসর্গ দেখা দিচ্ছে। ডেঙ্গু প্রতিরোধে রোগীদের চিকিৎসা সেবা প্রদানের পাশাপাশি বিভিন্ন স্কুল, কলেজ, মাদরাসা, মসজিদ, স্বেচ্ছাসেবী সংগঠন ও জন প্রতিনিধির মাধ্যমে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে জনসম্পৃক্ততা বাড়ানো প্রয়োজন বলে পরামর্শ দেন তিনি।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড