• বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

বিপন্ন প্রজাতির লজ্জাবতী বানর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত

  মো. কবির হোসেন, কাপ্তাই (রাঙ্গামাটি)

২৬ জুলাই ২০২৩, ১২:০৬
বিপন্ন প্রজাতির লজ্জাবতী বানর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত
বিপন্ন প্রজাতির লজ্জাবতী বানর (ছবি : অধিকার)

রাঙ্গামাটি কাপ্তাইয়ের জাতীয় উদ্যানে বিপন্ন প্রজাতির লজ্জাবতী বানর অবমুক্ত করা হয়েছে। গত সোমবার (২৪ জুলাই) রাত সাড়ে ১০টায় কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা ও বনপ্রহরীরা গভীর বনে অবমুক্ত করে।

আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘের (আইইউসিএন) তালিকায় থাকা বিপন্ন প্রজাতির 'বেঙ্গল স্লো লরিস' এটি।

কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা খন্দকার মাহমুদুল হক মুরাদ বলেছেন, পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের সদর রেঞ্জ কর্মকর্তা রাঙ্গামাটি সদর ভেদভেদির আনসার ক্যাম্প এলাকা থেকে এটি উদ্ধার করে আমাদের কাপ্তাই রেঞ্জে হস্তান্তর করে। পরে আমরা বিভাগীয় বন কর্মকর্তা ছালেহ মো. শোয়ইব খানের নির্দেশে কাপ্তাই জাতীয় উদ্যানের গহীন অরণ্যে অবমুক্ত করেছি।

তিনি আরও বলেন, যেহেতু লজ্জাবতী বানর সাধারণত দিনের বেলায় চোখে দেখে না এবং তারা রাতেই চলাফেরা করে এবং খাদ্য খেয়ে জীবন ধারণ করে। সেই প্রেক্ষিতে রাতেই আমরা এই বানরটি অবমুক্ত করেছি।

উল্লেখ্য, এর আগেও আরও ৩টি লজ্জাবতী বানর অবমুক্ত করা হয়েছে বলে জানান এই রেঞ্জ কর্মকর্তা।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড