• শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

শ্রেণিকক্ষে বজ্রপাতের কবলে নয় মাদরাসা শিক্ষার্থী

  হুমায়ুন কবির সূর্য, কুড়িগ্রাম

২৪ জুলাই ২০২৩, ১৫:১০
শ্রেণিকক্ষে বজ্রপাতের কবলে নয় মাদরাসা শিক্ষার্থী
বজ্রপাত (ফাইল ছবি)

কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় ক্লাস চলাকালীন সময়ে বজ্রপাতে নয় মাদরাসা শিক্ষার্থী আহত হয়েছে বলে জানা গেছে।

আজ সোমবার (২৪ জুলাই) দুপুরের দিকে উপজেলার চাকিরপশা ইউনিয়নের চাকিরপশা ইসলামিয়া দাখিল মাদরাসায় ঘটনাটি ঘটে। এতে আহত শিক্ষার্থীদের মধ্যে সাতজনকে রাজারহাট উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে অবজারভেশনে রাখা হয়েছে বলে সংশ্লিষ্ট চিকিৎসকরা জানিয়েছেন।

বজ্রপাতে আহতরা হলেন- আব্দুর রাজ্জাক, নাজমিন নাহার, সুমাইয়া, রোকসানা, আফরোজা, নির্মলা, আলী রাজ, ফারজানা ও সানজিদা।

মাদরাসার সুপার মানিক মিয়া জানান, ক্লাস চলাকালীন সময়ে হঠাৎ বজ্রপাতে মাদরাসার ষষ্ঠ ও নবম শ্রেণির প্রায় নয়জন শিক্ষার্থী আহত হয়। তাদের মধ্যে দুইজন ছেলে এবং সাতজন মেয়ে। আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছে।

এ ব্যাপারে রাজারহাট উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডা. মিজানুর রহমান জানান, বজ্রপাতে আহত নয় শিক্ষার্থীকে দ্রুত চিকিৎসা সেবা দেয়া হয়। তাদের মধ্যে সাতজনকে অবজারভেশনে রাখা হয়েছে।

বিষয়টি নিয়ে রাজারহাট থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ হীল জামান জানান, আজ দুপুরের দিকে হঠাৎ বজ্রপাতে নয়জন শিক্ষার্থীর আহত হবার খবর পেয়েছি। বর্তমানে তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড