• শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

রোহিঙ্গা ক্যাম্পের কাঁটাতারের বাইরে মিলল যুবকের লাশ

  সালাহ উদ্দিন আকাশ, উখিয়া (কক্সবাজার)

২৩ জুলাই ২০২৩, ১৪:০২
রোহিঙ্গা ক্যাম্পের কাঁটাতারের বাইরে মিলল যুবকের লাশ
রোহিঙ্গা ক্যাম্প (ফাইল ছবি)

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পের কাঁটাতারের বেড়ার বাইরে মাটি চাপা অবস্থায় অজ্ঞাত পরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

গতকাল শনিবার (২২ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের ক্যাম্প-৪ এক্সটেনশনের কাঁটাতারের বাইরে কালমারছড়া গহীন পাহাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

উখিয়া থানার অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, শনিবার সন্ধ্যায় ছিদ্দিক নামক এক ব্যক্তি মাঠ থেকে গরু আনতে গিয়ে মাটি চাপা দেওয়া লাশের হাত দেখতে পেয়ে উখিয়া থানা পুলিশকে অবহিত করলে উখিয়া থানার এসআই আব্দুল ওয়াহেদের নেতৃত্বে একটি টিম ঘটনাস্থলে যায়।

তিনি আরও বলেন, পুলিশের উপস্থিতিতে রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প-৪ এক্সটেনশনের বাহিরে কালমারছড়া গহীন পাহাড়ে মাটি চাপা দেওয়া অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। আমরা এই লাশের পরিচয় সনাক্তে চেষ্টা চালিয়ে যাচ্ছি।

উল্লেখ্য, লাশটি সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড