• বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১  |   ৩২ °সে
  • বেটা ভার্সন
sonargao

রাঙামাটির নতুন জেলা প্রশাসক মোশারফ হোসেন

  এম. কামাল উদ্দিন, সিনিয়র স্টাফ রিপোর্টার (রাঙামাটি)

২১ জুলাই ২০২৩, ১৬:১৫
রাঙামাটির নতুন জেলা প্রশাসক মোশারফ হোসেন

রাঙামাটির পুরাতন জেলা প্রশাসকের বিদায় ও নতুন জেলা প্রশাসকের দায়িত্বভার গ্রহণ আনুষ্ঠানিক ভাবে সম্পন্ন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় জেলা প্রশাসক কার্যালয় কক্ষে আনুষ্ঠানিক ভাবে বিদায়ী জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান নতুন জেলা প্রশাসক মো. মোশারফ হোসেন খানের কাছে দায়িত্বভার অর্পণ করেন।

নতুন জেলা প্রশাসক মোশারফ হোসেন খান বিদায়ী জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমানের কাছ থেকে নতুন জেলা প্রশাসক হিসেবে রাঙামাটির দায়িত্বভার গ্রহণ করেন। এর আগে বিদায়ী জেলা প্রশাসক জেলা প্রশাসনের গুরুত্বপূর্ণ দপ্তর ট্রেজারিসহ বিভিন্ন দপ্তর ঘুরে দেখান।পরে বিদায়ী জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান নতুন জেলা প্রশাসকের কাছে দায়িত্ব প্রদান করে বিদায় গ্রহণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক এস এম ফেরদৌস ইসলাম, অতিরিক্ত জেলা জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাহমুদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নাসরিন সুলতানা, জেলা প্রশাসনের অধীনস্থ নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ, ১০ উপজেলার ইউএনও, বিভিন্ন দপ্তর প্রধান, স্কুল কলেজের প্রধানগণ, জেলা রোভার স্কাউটস দল, রাজনৈতিক দলের নেতা ও স্থানীয় প্রিন্ট এন্ড ইলেকট্রনিক্স মিডিয়ার সংবাদ কর্মীসহ আরও অনেকে।

প্রায় দুই বছরের অধিক এ জেলায় জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন শেষে বৃহস্পতিবার নতুন জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেনের কাছে দায়িত্বভার বুঝিয়ে দিয়ে ঢাকা নতুন কর্মস্থল গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ে উপ-সচিব হিসেবে যোগদান করবেন। নতুন জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন জন প্রশাসন মন্ত্রণালয় থেকে রাঙামাটির নতুন জেলা প্রশাসক হিসেবে যোগদান করেন।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড