• সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

ফুটবলে ‘হেড’ দিয়ে মাঠেই অচেতন হওয়া শিক্ষার্থী আর নেই

  এম আনোয়ার হোসেন, মিরসরাই (চট্টগ্রাম)

২০ জুলাই ২০২৩, ১৪:৪২
ফুটবলে ‘হেড’ দিয়ে মাঠেই অচেতন হওয়া শিক্ষার্থী আর নেই

চট্টগ্রামের মিরসরাইয়ে বন্ধুদের সঙ্গে ফুটবল খেলতে যায় মাদরাসা ছাত্র রিয়াজুল ইসলাম সিফাত (১৪)। খেলার এক পর্যায়ে বল ‘হেড’ দেওয়ার পর মাঠেই অচেতন হয়ে পড়ে সে। এরপর তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে সেখানে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর গতকাল বুধবার সকালে মারা যায় সিফাত।

সিফাত মিরসরাই লতিফিয়া কামিল মাদরাসার অষ্টম শ্রেণির ছাত্র ছিল। সিফাতের বাবা শাহজাহান সাজু একটি বেসরকারি প্রতিষ্ঠানের গাড়ি চালক। তাদের বসতভিটা না থাকায় মিরসরাই সদর ইউনিয়নের কিছমত জাফরাবাদ সরকারি আশ্রয়ণ প্রকল্পের ৯৩ নম্বর ঘরে বাবা-মায়ের সঙ্গে থাকত সিফাত।

জানা যায়, গত শুক্রবার সিফাত সহপাঠীদের নিয়ে মিরসরাই বিসিক শিল্প নগরী মাঠে ফুটবল খেলতে যায়। খেলার সময় বল মাথায় হেড দেওয়ার পর সে অজ্ঞান হয়ে পড়ে। সঙ্গে সঙ্গে সহপাঠীরা তাকে মিরসরাই সেবা আধুনিক হাসপাতালে ভর্তি করায়। অবস্থা সংকটাপন্ন হওয়ায় চিকিৎসকের পরামর্শে সেখান থেকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

মিরসরাই সেবা আধুনিক হাসপাতালের চিকিৎসক রায়হান উদ্দিন বলেন, রিয়াজ উদ্দিন সিফাত বন্ধুদের সঙ্গে ফুটবল খেলার সময় মাথায় বল হেড দেওয়ার পর অজ্ঞান হয়ে যায়। পরে হাসপাতালে আনার পর আমি এবং মেডিসিন ও কার্ডিওলজি বিশেষজ্ঞ শরফুদ্দিন সিফাতের সংকটাপন্ন অবস্থা দেখতে পাই। ততক্ষণে সিফাতের বাঁ হাত ও বাঁ পা অবশ হয়ে গেছে। এটা মাথায় আঘাতের পর রক্তক্ষরণের কারণে হতে পারে। পরে উন্নত চিকিৎসার জন্য সিফাতকে চট্টগ্রাম মেডিক্যালে পাঠিয়ে দিয়েছি।

কিশোর সিফাতের শিক্ষাপ্রতিষ্ঠান মিরসরাই কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা একরামুল হক বলেন, রিয়াজুল ইসলাম সিফাত অষ্টম শ্রেণির শিক্ষার্থী। ক্লাসে লেখাপড়া, ভদ্রতা, নম্রতায় অন্য সবার থেকে আলাদা ছিল সে। সিফাতের দুর্ঘটনার খবর শুনে চিকিৎসার জন্য শিক্ষক ও ছাত্ররা মিলে একটি ফান্ড গঠন করেছে। সে টাকা তার পরিবারের হাতে তুলে দিতে বুধবার মেডিক্যালে যাওয়ার কথা ছিল। আমরা টাকা নিয়ে যাওয়ার আগে তার মৃত্যুর খবর চলে আসে। মাদরাসার শিক্ষক, ছাত্র, সহপাঠী সবাই তার মৃত্যুতে শোকে অশ্রুসিক্ত।

মিরসরাই পৌরসভার প্যানেল মেয়র শাখের ইসলাম রাজু বলেন, পরিবারটি দরিদ্র হওয়াতে একটি সরকারি ঘর দিয়েছি আমরা। পরিবারের বড় ছেলের মৃত্যুতে দিশেহারা হয়ে পড়েছে তার বাবা-মা। তার শোকার্ত পরিবারের প্রতি আমরা সমবেদনা জানাই।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড