• রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

সিলেটের সড়কে সাতসকালে ঝরল ছয় তাজা প্রাণ 

  শাহ আলম, গোয়াইনঘাট (সিলেট)

২০ জুলাই ২০২৩, ১০:৩৪
সিলেটের সড়কে সাতসকালে ঝরল ছয় তাজা প্রাণ 
দুর্ঘটনা কবলিত প্রাইভেটকার ও অটোরিকশা (ছবি : সংগৃহীত)

সিলেটের গোয়াইনঘাট উপজেলায় মাইক্রোবাস ও সিএনজিচালিত অটোরিকশা সংঘর্ষে শেষ খবর পাওয়া পর্যন্ত অন্তত ছয়জনের প্রাণহানি ঘটেছে। এতে আহত হন আরও দুইজন। যদিও প্রাথমিকভাবে পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছিল।

আজ বৃহস্পতিবার (২০ জুলাই) সকালে সিলেট-ভোলাগঞ্জ বঙ্গবন্ধু মহাসড়কে উপজেলার নন্দিরগাও ইউনিয়নের সুন্দ্রগাও এলাকার পিয়াইনগুল কলিম উল্লাহ উচ্চ বিদ্যালয় সংলগ্ন সড়কে দুর্ঘটনাটি ঘটে।

কোম্পানীগঞ্জের দক্ষিণ রণিখাই ইউনিয়নের চেয়ারম্যান ইকবাল হোসেন ইমাদ জানিয়েছেন, নিহত ছয়জনের মধ্যে পাঁচজন পুরুষ ও একজন নারী রয়েছে। নিহত ব্যক্তিদের মধ্যে প্রাথমিকভাবে দুইজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- কোম্পানীগঞ্জ উপজেলার ইসলামপুর গ্রামের শাহজাহানের ছেলে মো. কালন (৩০), কোম্পানীগঞ্জ পাড়ুয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও কালিবাড়ী গ্রামের মৃত আছদ্দর আলীর ছেলে মাওলানা কাজী আমির উদ্দিন। আর বাকিদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে এম নজরুল ইসলাম এরই মধ্যে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আজ সকাল সাড়ে ৮টার দিকে গোয়াইনঘাট উপজেলায় সিলেট-ভোলাগঞ্জ সড়কে প্রাইভেটকার ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ ঘটে।

তিনি আরও বলেন, এতে ঘটনাস্থলেই পাঁচজন নিহত হন। এছাড়া আরও তিনজন আহত হন। পরে হতাহতদের উদ্ধার করে সিলেটের এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে আরও একজনের মৃত্যু হয়।

এ দিকে গোয়াইনঘাট সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রবাস কুমার সিংহ, কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার লুসিকান্ত হাজং, গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার তাহমিলুর রহমান, গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ কে এম নজরুল ইসলাম, কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ হিল্লোল রায়, নন্দীরগাও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস কামরুল হাসান আমিরুল ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিক্ষুব্ধ জনতার সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার প্রবাস কুমার সিংহ বলেন, দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের মধ্যে দুইজনের পরিচয় পাওয়া গেছে। বাকিদের পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে। নিহতের ময়নাতদন্তের জন্য সিলেটে এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড