• বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

ছাত্রাবাস থেকে পড়ে আহত হওয়া শিক্ষার্থীর মারা গেছেন

  মো. কবির হোসনে, কাপ্তাই (রাঙ্গামাটি)

১৯ জুলাই ২০২৩, ১৬:০৩
ছাত্রাবাস থেকে পড়ে আহত হওয়া শিক্ষার্থীর মারা গেছেন

বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট (বিএসপিআই) আহত শিক্ষার্থী চারদিন পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আজ বুধবার (১৯ জুলাই) সকাল ১০টায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।

নিহত শিক্ষার্থীর নাম শেখ সাদিকুর রহমান (২৪)। সে কাপ্তাই বিএসপিআই'র কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি ডিপার্টমেন্টর ৫ম পর্বের ২য় শিফটের ছাত্র। সে ময়মনসিংহ জেলার পাগলা থানার দিগলবাহা গ্রামের শাহাব উদ্দীনের ছেলে। পরিবার পরিজন নিয়ে নুরসিংহপর, আশুলিয়া ঢাকা বসবাস করে।

নিহত ওই শিক্ষার্থী গত ১৬ জুলাই বেলা ১২টায় প্রতিষ্ঠানটির আবাসিক ছাত্রাবাসের দোতলা থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হয়। পরে তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার মারা যায়।

নিহত শিক্ষার্থীর মৃত্যুতে অত্র ইনস্টিটিউটে শোকের ছায়া নেমে আসে। প্রিয় শিক্ষার্থীর মৃত্যুর সংবাদ শুনে অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও শিক্ষকগণ চট্টগ্রাম মেডিক্যাল হাসপাতালে ছুটে যায়।

এ বিষয়ে বিএসপিআই'র অধ্যক্ষ আব্দুল মতিন হাওলাদার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত ওই শিক্ষার্থীর সহপাঠীদের সাথে কথা বলে জানতে পারি ওই শিক্ষার্থী ছাত্রাবাসের দোতলার রেলিংয়ে বসা অবস্থায় মাথা ঘুরে পড়ে গিয়ে আহত হয়েছিল।

কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) নুরে আলম বলেছেন, আমরা শুনেছি ওই শিক্ষার্থী ছাত্রাবাসের দোতলায় উঠে নিম গাছের ঢাল কাটতে গিয়ে পিছন থেকে নিচে পড়ে গেছে। তবে এই ঘটনায় কারো অভিযোগ নেই।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড