• শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

রাত পোহালেই দোহাজারী পৌরসভার প্রথম নির্বাচন

  মো. কামরুল ইসলাম মোস্তফা, চন্দনাইশ (চট্টগ্রাম)

১৬ জুলাই ২০২৩, ১৭:২৪
রাত পোহালেই দোহাজারী পৌরসভার প্রথম নির্বাচন

রাত পোহালেই সোমবার (১৭ জুলাই) দোহাজারী পৌরসভার প্রথম নির্বাচন। নির্বাচন ঘিরে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন।

আজ রবিবার (১৬ জুলাই) বিকেল ৯টি ওয়ার্ডের ১৪টি কেন্দ্রে পৌঁছে গেছে ভোট গ্রহণের সরঞ্জামাদি। সোমবার সকাল ৮টা থেকে শুরু হবে ভোট গ্রহণ। তা বিরতিহীন চলবে বিকেল ৪টা পর্যন্ত। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে একজন বিচারিক ম্যাজিস্ট্রেট, ৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, র্যাব, পুলিশ, বিজিবি সদস্যসহ আনসার সদস্যরা দায়িত্ব পালন করবেন।

নির্বাচন অফিস সূত্রে জানা যায়, দোহাজারী পৌরসভার ৯টি ওয়ার্ডের ১৪টি ভোট কেন্দ্রে ইভিএম এর মাধ্যমে ১০২টি স্থায়ী ও ৮টি অস্থায়ী ভোটকক্ষে ভোট গ্রহণ করা হবে।

৫২ হাজার ৫৭৬ জন জনসংখ্যা অধ্যুষিত (২০২২ সালের জনশুমারির তথ্যমতে) দোহাজারী পৌরসভার প্রথম নির্বাচনে ভোট প্রয়োগ করবেন ৩৩ হাজার পাঁচশ ৮৬ জন ভোটার। তাদের মধ্যে পুরুষ ১৭ হাজার ৬৯৩ জন ও নারী ভোটার রয়েছেন ১৫ হাজার ৮৯৩ জন।

তিনজন মেয়র প্রার্থীর মধ্যে আওয়ামী লীগের দলীয় প্রার্থী আলহাজ্ব মোহাম্মদ লোকমান হাকিম (নৌকা), আওয়ামী লীগ বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী সাবেক ইউপি চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বেগ (নারিকেল গাছ) ও ইসলামী ফ্রন্টের দলীয় প্রার্থী মুহাম্মদ জায়নুল আলম (মোমবাতি) প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সাধারণ কাউন্সিলর পদে ১ নম্বর ওয়ার্ডে পরিমল কান্তি নাথ, ওয়াহিদুল আলম, মো. আবদুল আজিজ, আকতার হোসেন, আলিম উদ্দিন; ২ নম্বর ওয়ার্ডে মোহা. শাহ্ আলম, মোহাম্মদ আরিফুল ইসলাম, ছাবের আহমদ, আবদুল্লাহ আল মামুন, শহিদুল ইসলাম, সৈকত দাশ ইমন; ৩ নম্বর ওয়ার্ডে মোহাম্মদ জাহাঙ্গীর আলম, মো. নুরুল ইসলাম বাদশা, মো. আলমগীর হোসেন, মোহাম্মদ আবদুল লতিফ রবিন, শফিউল আলম, টিপু কান্তি নাথ, মো. ওমর ফারুক, মো. দেলোয়ার হোসেন; ৪ নম্বর ওয়ার্ডে কামাল উদ্দিন, মোহাম্মদ নাজিম উদ্দিন, নাছির উদ্দিন, মো. কামাল উদ্দিন, এমদাদ হোসেন, পহর উদ্দিন, ছৈয়দ মোহাম্মদ ইয়াছিন আলী, জিয়াউল হক; ৫ নম্বর ওয়ার্ডে মো. মতিউর রহমান, শহিদুল ইসলাম, মোহাম্মদ ইদ্রিস, মো. ফজলুল হক; ৬ নম্বর ওয়ার্ডে মো. নাসির উদ্দিন, শহীদ হোসেন, মো. সিহাব উদ্দিন, মো. মহিউদ্দিন; ৭ নম্বর ওয়ার্ডে মোহাম্মদ আলমগীর, মো. জামাল উদ্দিন, মুহাম্মদ আবু তাহের, আবু ছৈয়দ সুমন, মো. নুরুল ইসলাম, আব্দুর রশিদ, মো. জামাল মিয়া; ৮ নম্বর ওয়ার্ডে মুহাম্মদ রফিক উদ্দিন মিয়া, কৃষ্ণ কান্ত ভট্টাচার্য্য, মৃণাল বড়ুয়া, মো. ওসমান গনি, ভবতোষ শীল, মিলন কান্তি বড়ুয়া, তপন দাশ, চিত্ত রঞ্জন বিশ্বাস, আশীষ চন্দ্র দে, মো. আয়ুব মিয়া, আব্দুল হামিদ; ৯ নম্বর ওয়ার্ডে মোহাম্মদ নাজিম উদ্দিন, তৌহিদুল ইসলাম, মোহাম্মদ ফারুক, মোহাং নাজিম উদ্দিন, সত্যপদ তালুকদার বাবলা, সুভাষ দাশ, সাইফুদ্দিন, আবছারুল মোমেন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

অপর দিকে সংরক্ষিত নারী আসনে কাউন্সিলর পদে ১ নম্বর ওয়ার্ডে নাজমা আরা বেগম, ইয়াছমিন আক্তার, মোসাম্মৎ আয়েশা আক্তার, ইয়াছমিন আক্তার, ফিরোজা বেগম, শিখা রানী দেবী, সুজাতা শীল; ২ নম্বর ওয়ার্ডে মমতাজ বেগম, নুর বেগম, সাহেদা বেগম, রুমা রানী বড়ুয়া; ৩ নম্বর ওয়ার্ডে হোসনে আরা বেগম, রত্না সেন ঝুনু, রাজিয়া সুলতানা, দিলরুবা আক্তার, রাজিয়া সুলতানা রাজু প্রতিদ্বন্দ্বিতা করছেন।

দোহাজারী পৌরসভা নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও চন্দনাইশ উপজেলা নির্বাচন কর্মকর্তা মিনহাজুল ইসলাম এর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, রাত পোহালেই দোহাজারী পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সকাল ৮টা থেকে ইভিএমের মাধ্যমে শুরু হবে ভোট গ্রহণ। বিরতিহীনভাবে বিকাল ৪টা পর্যন্ত চলবে।

তিনি জানিয়েছেন, এ নির্বাচনে মোট ভোটার রয়েছেন ৩৩ হাজার ৫৮৬ জন। তারা তাদের পছন্দের প্রার্থীদের ভোট দিবেন। এখন পর্যন্ত সার্বিক পরিস্থিতি খুবই ভালো। ভোট গ্রহণের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। নির্বাচনি সরঞ্জাম রবিবার বিকালে কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে গেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন পর্যন্ত ভালো আছে, আরও যাতে ভালো থাকে সেজন্য ব্যবস্থা নেওয়া হবে। সুষ্ঠুভাবে ভোট গ্রহণ করতে ১ জন বিচারিক ম্যাজিস্ট্রেট, ৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। ৩ প্লাটুন বিজিবি ও র্যাব সার্বক্ষণিক টহলে থাকবে। এছাড়া মোবাইল ফোর্স ও স্ট্রাইকিং ফোর্স থাকবে।

ঝুঁকিপূর্ণ কোনো ভোট কেন্দ্র নেই উল্লেখ করে তিনি বলেন, গত ২৬ জুন প্রতীক বরাদ্দের পর থেকে প্রচার-প্রচারণার শেষ দিন ১৫ জুলাই পর্যন্ত যেহেতু কোন এলাকায় কোনো ধরণের অপ্রীতিকর ঘটনা ঘটেনি, সেহেতু নির্বাচনে কোনো ধরণের সংঘাত-সংঘর্ষ, সহিংসতার আশংকা করছি না।

উল্লেখ্য, ২০১৭ সালের ৯ জানুয়ারি জাতীয় প্রশাসনিক সংস্কার কমিটির (নিকার) সভায় অনুমোদন দিয়ে দোহাজারী ইউনিয়নকে পৌরসভায় উন্নীত করে সরকারি গেজেট বা পরিপত্র জারি করা হয়। একই বছর ১১ মে মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ থেকে পরিপত্র জারির মাধ্যমে পৌরসভা বাস্তবায়নের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। ২০১৭ সাল থেকে পদাধিকার বলে দোহাজারী পৌরসভার প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তারা।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড