• শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

সাভারে দুই কিশোর গ্যাং গ্রুপের সংঘর্ষ, আহত-১০ 

  সাদ্দাম হোসেন, সাভার :

১০ জুলাই ২০২৩, ১২:৫৮
কিশোর গ্যাং

ঢাকার সাভারে কিশোর গ্যাংয়ের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্যাং গ্রুপের সংঘর্ষে প্রায় ১০ জন আহত হয়েছে। এদের মধ্যে ২ জনের অবস্থা গুরুতর।

রোববার (৯ জুলাই) রাতে সাভার বাস স্ট্যান্ডের রাজ্জাক প্লাজার পেছনে সুপার ক্লিনিক সংলগ্ন এলাকার একটি খাবার হোটেলে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

সোমবার (১০ জুলাই) সকালে সাভার মডেল থানার পরিদর্শক (অপারেশন) নয়ন কারকুন বিষয়টি নিশ্চিত করেন ।

প্রত্যক্ষদর্শীরা জানায়, কিশোর গ্যাংয়ের আধিপত্যকে কেন্দ্র করে সাভারের বাজার বাসস্ট্যান্ডের সুপার ক্লিনিকের পাশের একটি খাবার দোকানে স্থানীয় পিনিক রাব্বি ও হৃদয় গ্রুপ নামে দুটি কিশোর গ্যাং গ্রুপের সদস্যদের মাঝে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় উভয় গ্রুপের সদস্যরা দেশীয় ধারালো অস্ত্র হাতে একে অপরের উপর হামলা চালায়। মুহুর্তেই এলাকাটিতে আতংক ছড়িয়ে পরে। পরে আহতদের পার্শ্ববর্তী সুপার ক্লিনিকে নিয়ে গেলে এদের মধ্যে গুরুতর আহত তিনজনকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এবং বাকিদের প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে।

আহতরা হলেন, পিনিক রাব্বি গ্রুপের আকাশ (২১), ইয়াসিন (২২) ও সোহাগ (২১)। বাকিদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয়দের অভিযোগ, এলাকায় ভয়ভীতি সৃষ্টি ও ত্রাস কায়েম করতে এবং কিশোর গ্যাংয়ের আধিপত্য বিস্তার করতেই এই তাণ্ডব। এরা সকলেই উঠতি বয়সী এবং বখাটে। দুই গ্রুপের সদস্যদের বিরুদ্ধেই একাধিক মামলা রয়েছে। প্রায়ই তারা এলাকায় চাঁদাবাজি, ছিনতাইসহসহ নানা ধরনের অপরাধ করে চলেছে।

এ ব্যাপারে সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) নয়ন কারকুন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করা হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড