• শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

সড়ক থেকে ঝুঁকিপূর্ণ গাছ অপসারণের দাবি এলাকাবাসীর

  রফিকুল ইসলাম রফিক, গাইবান্ধা প্রতিনিধি

২৫ জুন ২০২৩, ১২:৪৬
সড়ক থেকে ঝুঁকিপূর্ণ গাছ অপসারণের দাবি এলাকাবাসীর

গাইবান্ধার গোবিন্দগঞ্জ-মহিমাগঞ্জ আঞ্চলিক মহাসড়কে ঝুঁকিপূর্ণ গাছ অপসারণের দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শনিবার (২৪ জুন) দুপুরের এলাকাবাসী ও ব্যবসায়ীদের উদ্যোগে উপজেলার মহিমাগঞ্জের বটতলা এলাকায় এ কর্মসূচি পালিত হয়। এতে সর্বস্তরের শতাধিক মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

মানবন্ধনকালে বক্তব্য দেন- জেলা পূজা উদযাপন পরিষদ ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি রঞ্জিত বকশী সূর্য, সাধারণ সম্পাদক দীপক কুমার পাল, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি তনয় দেব, সাধারণ সম্পাদক রিমন তালুকদার, মহিমাগঞ্জ পূজা উদযাপন পরিষদের সভাপতি অক্ষয় সাহা, সাধারণ সম্পাদক চন্দন সাহা, মহিমাগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিপক কুমার দেব নাথ, রংপুর চিনিকল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেগম মাসুদা রহমান, মহিমাগঞ্জ মহিলা কলেজের অধ্যক্ষ নাজমুল হুদা, মহিমাগঞ্জ ইউপি সদস্য আব্দুর রউফ বাবলুসহ অনেকে।

বক্তারা বলেন- মহাসড়কের মহিমাগঞ্জ বটতলা এলাকায় দাঁড়ানো ঝুঁকিপূর্ণভাবে বট গাছটি ক্রমাগত মানুষের জীবনের কাল হয়ে দাঁড়িয়েছে। এ সড়ক দিয়ে উপজেলার হাজারো মানুষ প্রতিদিন ঝুঁকি নিয়ে গাছটির নিচ দিয়ে যাতায়াত করছে। তারা অতিদ্রুত এই ঝুঁকিপূর্ণ শতবর্ষী গাছটি অপসারণের দাবি জানান।

তারা একই সঙ্গে গোবিন্দগঞ্জ-মহিমাগঞ্জ আঞ্চলিক মহাসড়ক প্রশস্তকরণে সংশ্লিষ্টদের হস্তক্ষেপ কামনা করেন।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড