• সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

বিএনপির কমিটি অনুমোদন হওয়ায় উচ্ছ্বাসিত সিংগাইরের নেতাকর্মীরা

  মিলন মাহমুদ, সিংগাইর (মানিকগঞ্জ)

২৫ জুন ২০২৩, ১২:৩১
বিএনপির কমিটি অনুমোদন হওয়ায় উচ্ছ্বাসিত সিংগাইরের নেতাকর্মীরা

পুনর্বিন্যাসকৃত মানিকগঞ্জের সিংগাইর উপজেলা ও পৌর বিএনপির কমিটি অনুমোদন দেওয়ায় আনন্দ ও শুভেচ্ছা মিছিল করেছে দলটির নেতাকর্মীরা।

গতকাল শনিবার (২৪ জুন) বিকালে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতা ও সাধারণ সম্পাদক এস এ কবির জিন্নাহর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সিংগাইর-চারিগ্রাম সড়কের গোবিন্দল এলাকায় এ মিছিল করেন।

এতে উপজেলা, পৌর বিএনপি ও তার অঙ্গসংগঠনের সহস্রাধিক নেতাকর্মী অংশ নেন।

মিছিল শেষে উপজেলা বিএনপির সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান আবিদুর রহমান খান রোমানের সভাপতিত্বে ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক বাবুল হোসেনের সঞ্চালনায় উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আওলাদ হোসেন ও পৌর বিএনপির সভাপতি সাবেক পৌর মেয়র খোরশেদ আলম ভূঁইয়া জয় প্রমুখ।

এ সময় খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন ও নেতাকর্মীদের নামে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান বক্তারা।

আয়োজনটিতে উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি তোফাজ্জল হোসেন তোফাজ, সহ সভাপতি মনিরুল হোসেন মোকা, আবদুল হাই, শেখ মো. আসাদুল্লাহ আজাদ, আনোয়ারুল হক, আব্দুল ছাত্তার, যুগ্ম সাধারণ সম্পাদক আওলাদ হোসেন, বদরুল আলম খান বাদল, আব্দুস সোবহান, সাংগঠনিক সম্পাদক শেখ সাজেদুল আলম স্বাধীন, মো. মাসুদ পারভেজ, কোষাধ্যক্ষ মিজানুর রহমান মিজান, দপ্তর সম্পাদক মো. এম এ আওয়াল শরিফ খোকন, পৌর বিএনপির সিনিয়র সহ সভাপতি ডিএম মোজাম্মেল হক সেতু, মো. আক্রাম হোসেন, মুসা বিন আব্দুল হালিম, আব্দুল করিম, মহিদুর রহমান মোল্লা, মো. সাঈদ আলী, জিন্নত আলী, জাহিদ হোসেন জাহানুর, যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল আলম খান শ্যামল, ইমরান খান, মো. বিপ্লব দেওয়ান, আতাউর রহমান আতা, মো. ইমরান খান, রিপন উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মো. আল মামুন, মো. সাঈদুর রহমান আকুল ও সদস্য মো. বেলায়েত হোসেনসহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের সহস্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড